চাকরির খবর ২৪৭ঃ আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেছেন? যদি আধার লিঙ্ক না থাকে তাহলে আপনার স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হয়ে যাবে। তার সাথে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে লক্ষীর ভান্ডারের যে টাকা পাচ্ছেন, সেটাও কিন্তু পাবেন না। তো চলুন জেনে নিই, আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা? যদি না থাকে তাহলে, স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক কিভাবে করাবেন?
স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা চেক করবেন কিভাবে?
- এর জন্য আপনাকে আসতে হবে https://swasthyasathi.gov.in/# এই ওয়েবসাইটে,
- তারপর Find Your Name অপশনে ক্লিক করতে হবে,
- এর পরবর্তী পেজে, আপনার মোবাইল নম্বর বসিয়ে সাবমিট করতে হবে,
- এর পরের পেজে আপনার রাজ্য, জেলার নাম এবং ব্লক/মিউনিসিপ্যালিটির নাম বসাবেন এবং আধার কার্ডের নম্বর বসিয়ে Submit করবেন।
- Submit করার পর যদি স্বাস্থ্যসাথী কার্ড Show করে, তারমানে আপনার আধার লিঙ্ক আছে, আর যদি No data found Show করে, তারমানে স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই ।
স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন কিভাবে?
এবার আপনি অনলাইনে চেক করে নিলেন আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই। তার জন্য আপনাকে একটি ফর্ম ফিলাপ করে দুয়ারে সরকার ক্যাম্প, আপনার পঞ্চায়েত বা ব্লকে জমা করে আসতে হবে । নীচে ফর্ম ডাউনলোড করার লিঙ্ক পাবেন । ফর্ম কিভাবে ফিলাপ করবেন-তার Step by step ভিডিও দেখুন-
ফর্মের সাথে কি কি ডকুমেন্ট জমা দেবেন?
- যার নামে স্বাস্থ্যসাথী কার্ড তার আধারের জেরক্স, এবং
- আপনার স্বাস্থ্যসাথী কার্ডে যতগুলি মেম্বার যুক্ত আছে তাদের প্রত্যেকের আধারের জেরক্স আবেদন ফর্মের সাথে জমা দেবেন।
ফর্ম ডাউনলোড করুন- Download
Important Links-
Tags: how to link swasthya sathi card with aadhar, স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার লিংক, swasthya sathi card aadhar link online, swasthya sathi card status check online, swasthya sathi card apply online, swasthya sathi card balance check, swasthya sathi card name check, swasthya sathi login, swasthya sathi card download, swasthya sathi gov in urn search, swasthya sathi card aadhar link online, swasthya sathi card status check online, swasthya sathi card apply online, swasthya sathi card name check, swasthya sathi login, swasthya sathi card download.