Wednesday, May 31, 2023

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প 2022 | ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মমতা’, 3.5 লক্ষ টাকার ছাড়

 চাকরির খবর ২৪৭ঃ  আপনি যদি বেকার হয়ে থাকেন, এবং নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে বিনামূল্যে ১০ থেকে ২৫ লক্ষ টাকা লোন দিচ্ছে। আপনি এই লোন নিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারেন, আপনার যদি বিজনেস থাকে তাকে বড় করতে পারেন। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন কিভাবে এই লোন পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে এই লোন নিতে গেলে, সব কিছু বিস্তারিত আপনাদের বলছি।


 

 কারা এই লোনের জন্য আবেদনযোগ্য?

১৮ থেকে ৪৫ বছর বয়স্ক যে কোনও বেকার যুবক/যুবতী যার পারিবারিক মাসিক আয় ১৫ হাজার টাকার নিচে, সর্বাধিক দশ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্কে গ্রহণযোগ্য কোনও প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এই সীমা ৫ বা তার বেশী সদস্য যুক্ত কোনও দলের প্রকল্পের ক্ষেত্রে সর্বাধিক পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত মঞ্জুর হতে পারে।

  • ‘আত্মমর্যাদা’ প্রকল্পে এককভাবে (এক থেকে চার জন) ১০ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয়ে এবং আত্মসন্মান প্রকল্পে (পাঁচ জন বা তার বেশী) যৌথভাবে ২৫ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয়ে কৃষি বাদে যে কোনো শিল্প বা ব্যবসায় অংশ নেওয়া যাবে।
  • ৫ শতাংশ অর্থ নিজেদের বিনিয়োগ করতে হবে। ৩০ শতাংশ অর্থ রাজ্য সরকার দেবে সরকারি অনুদান হিসাবে। (সর্বোচ্চ অনুদানঃ আত্মমর্যাদায় – ১.৫ লক্ষ টাকা, অত্মসন্মানে – ৩.৫ লক্ষ টাকা।) বাকি ৬৫ শতাংশ অথবা অবশিষ্ট অর্থ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক/আর্থিক সংস্থা থেকে বর্তমান সুদের হারে ঋন হিসাবে দেওয়া হবে।


যদি উদ্যোগীদের কর্মবিনিয়োগ কেন্দ্রের কার্ড না থাকে তাহলে তারা এই প্রকল্পের সুযোগ নেবার জন্য বেকারী সংক্রান্ত শংসাপত্র নিতে হবে –
 

  1. ব্লক এলাকার জন্য – গেজেটেড অফিসার / গ্রামপঞ্চায়েত প্রধান
  2. পৌর এলাকার জন্য – গেজেটেড অফিসার / পৌরসভার কাউন্সিলার
  3. পৌর নিগমের ক্ষেত্রে – গেজেটেড অফিসার / পৌরনিগমের কাউন্সিলার


যোগ্যতাঃ-

  • ইতিপূর্বে সরকারি অনুদানপ্রাপ্ত অন্য কোনো স্বনিযুক্তি প্রকল্পে ঋণ পেয়ে থাকলে সেই ঋণ পরিশোধ করার পর এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া যাবে।
  • যারা অল্প মূলধন নিয়ে ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন তারা এই প্রকল্প চলাকালীন কিংবা তার পরেও প্রকল্পের সর্বোচ্চ সীমা পর্যন্ত ঋণ এবং অনুদান পেতে পারেন।


আবেদনপত্র কোথায় পাবেন?
সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ব্লক / পৌর / বোরো স্বনিযুক্তি আধিকারিক – র অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।


 আবেদনপত্রের সাথে আর কি কি ডকুমেন্টস দেবেন?

        পূরণ করা আবেদনপত্র ১ কপি প্রকল্পসহ ওখানেই জমা দিতে হবে। সঙ্গে বয়স, বাসস্থান, পারিবারিক আয় সম্পর্কিত প্রমাণপত্র এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড অথবা উপরে উল্লিখিত শংসাপত্র যুক্ত করতে হবে।

  •  রাজ্যের প্রতিটি ব্লক, পৌরসভা এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৫টি বোরো অফিসের সাথে উল্লিখিত অফিসগুলি রয়েছে।
  •  পারিবারিক মাসিক আয় ও বাসস্থান সম্পর্কিত শংসাপত্র বিধায়ক / পৌরপ্রধান / পৌরপ্রতিনিধি / পঞ্চায়েত প্রধান / পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য / গেজেটেড অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
  •  যে কোনো শিল্প বা ব্যবসার ক্ষেত্রেই সংশ্লিষ্ট পৌরসভা / গ্রাম পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে।
     
  • পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প বিভাগ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রন পর্ষদ থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হবে।
  •   ঋণ মঞ্জুরের পর নিজেদের দেয় উল্লিখিত ৫ শতাংশ অর্থ সংশ্লিষ্ট ব্যাঙ্কে পৃথক অ্যাকাউন্ট খুলে জমা দিতে হবে।


 

নির্ধারিত সময় অনুযায়ী কিস্তিভিত্তিক ব্যাঙ্কঋণ (সুদ সহ) পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ না করলে ‘পাবলিক ডিমান্ড রিকভারী অ্যাক্ট’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আরও বিশদভাবে জানতে নিজ নিজ এলাকায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি আধিকারিকদের সাথে যোগাযোগ করতে হবে।

প্রয়োজনে যোগাযোগ করুন জেলা স্বনির্ভরগোষ্ঠী ও স্বনিযুক্তি আধিকারিক
আলিপুরদুয়ার – (০৩৫৬৪) ২৫৫১০৬বাকুঁড়া – (০৩২৪২) ২৪০০১৭বীরভূম – (০৩৪৬২) ২৫৯৩৮২বর্ধমান – (০৩৪২২) ৬৬৩৯২৩পূর্ব বর্ধমান -পশ্চিম বর্ধমান -কোচবিহার – (০৩৫৮২) ২২৩২০৩দক্ষিণ দিনাজপুর – (০৩৫২২) ২৩৫৬১২দার্জিলিং -হুগলী – (০৩৩) ২৬৮১ ২৬৮৪
হাওড়া – (০৩৩) ২৬৩৭ ৪০৫৭ জলপাইগুড়ি – (০৩৫৬১) ২২৪১৩২ঝারগ্রাম -কলকাতা – (০৩৩) ২২৮৬ ৬৪১১কালিম্পং -মালদা – (০৩৫১২) ২২৩১৩৫মুর্শিদাবাদ – (০৩৪৮২) ২৫৮৩৮০নদীয়া – (০৩৪৭২) ২২৩৬৪৬দক্ষিণ ২৪ পরগণা – (০৩৩) ২৫৮৪ ৬৩৯৩পশ্চিম মেদিনীপুর – (০৩২২২) ২৬৩৩১০পূর্ব মেদিনীপুর – (০৩২২৮) ২৬৩৪৭৯পুরুলিয়া – (০৩২৫২) ২২৪২০০উত্তর ২৪ পরগণা – (০৩৩) ২৪৪৯ ০৮২৫উত্তর দিনাজপুর – (০৩৫২৩) ২৪৬৪১৫


 


Important Links:-

 

Related Article

বাংলার আবাস যোজনা ২০২২-২৩ । নতুন ঘরের জন্য আবেদন করুন শহর ও গ্রামে । কি কি ডকুমেন্ট লাগবে? কোথায় জমা দেবেন?

বাংলার আবাস যোজনা (BAY) এর মূল উদ্দেশ্য হল, দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন...

প্রধানমন্ত্রীর PM-WANI যোজনায় করুন আবেদন এবং বাড়িতে বসেই WIFI দিয়ে মাসে রোজগার করুন ২০,০০০ টাকারও বেশি।

ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবের পর, এখন ভারত সরকার ওয়াইফাই বিপ্লব আনতে চলেছে। বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর...

পশ্চিমবঙ্গের লক্ষাধিক মহিলাদের চাকরি দেবে মমতা, উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালু

বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো সম্প্রতি রাজ্য সরকার দ্বারা চালু হওয়া একটি বিশেষ প্রকল্প নিয়ে। এখন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাই নয়, এবার রাজ্যের...

সুখবর! কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য নিয়ে এলো দারুন একটি প্রকল্প। দেখে নিন কিভাবে আবেদন জানাবেন।

ভারতের "আজাদি কা অমৃত মহোৎসব" -কে স্মরণীয় করে রাখতে এবছর বাজেট অধিবেশন চলাকালীন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন "মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট" নামক একটি প্রকল্পের ঘোষণা...

ই-শ্রম কার্ড থাকলেই পাবেন, প্রতিমাসে ৩,০০০/- টাকা.. National Pension Scheme

National Pension Scheme/NPS National Pension Scheme/NPS: যদি আপনার কাছে ই-শ্রম কার্ড থাকে তাহলে, আপনি প্রতিমাসে ৩,০০০/- টাকা পেতে পারেন খুব সহজেই। ন্যাশনাল পেনশন স্কিম (NPS)...

রাজ্য সরকারের ফ্রি ট্রেনিং করে চাকরি, অনলাইনে আবেদন চলছে, WBBCDEV Training

WBBCDEV Training: তুমি কি বেকার? চাকরি খুজছো, কিন্তু সঠিক চাকরি পাচ্ছো না? আর চিন্তা নেই, তোমার জন্য নিয়ে আসলাম দারুন সুযোগ। ফ্রিতে ৩৭টি চাকরিমুখী...
- Advertisment -

Most Popular