চাকরির খবর ২৪৭ঃ আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব, কোন কোন ITI কোর্সে খুব সহজেই সরকারি ও প্রাইভেট চাকরি পাওয়া যায় । যারা ভাবছেন মাধ্যমিক/HS এর পর নিজের ক্যারিয়ার গড়ার কথা তাদের জন্য এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ । চলুন জেনে নিই……
১) ফিটার/Fitter:
সমগ্র ITI কোর্সের সবথেকে সেরা কোর্সটি হল ফিটার, একে ‘মাদার ট্রেড’ ও বলা হয় । মাধ্যমিকে খুব ভালো নম্বর নিয়ে পাশ করলে আপনি এই ট্রেডে চান্স পেতে পারেন ।
চাকরির সুযোগঃ
ITI এর মধ্যে সবথেকে ডিমান্ডিং কোর্স এটি, প্রতি বছর সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ফিটার ট্রেডে । রেলওয়ে, ECIL, ফ্যাক্টরিতে এই ট্রেডে লোক নেওয়া হয় । এছাড়া আপনি যদি প্রাইভেট সেক্টরে চাকরি করতে চান, তাহলেও সুযোগ সবথেকে বেশি পাবেন এই ট্রেডে ।
২) ইলেক্ট্রশিয়ানঃ
ITI কোর্সের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোর্স এটি । এই কোর্সে চান্স পেতে গেলে আপনাকে মাধ্যমিক খুব ভালো নম্বর পেতে হবে ।
চাকরির সুযোগঃ
চাকরির সুযোগঃ
চাকরির সুযোগঃ
বড় বড় বিল্ডিং, অফিসে বৈদ্যুতিক তার, সিস্টেম এবং ফিক্সচার ইনস্টল ও মেরামত করা। বৈদ্যুতিক তার এবং তারের জন্য কন্ডুইট এবং পাইপ ইনস্টল করা। পাইপিং বৈদ্যুতিক কোন কোড মেনে চলে তা নিশ্চিত করে। সার্কিট ব্রেকার এবং অন্যান্য বৈদ্যুতিক হার্ডওয়্যার ইনস্টল করে এবং তাদের সাথে তারের সংযোগ স্থাপন করে । এই কাজগুলি একজন ওয়্যারম্যানের করতে হয় । আপনি এই সমস্ত সেক্টরে কাজ পেতে পারেন ।
৫) মেশিনিস্ট ট্রেডে চাকরির সুযোগঃ
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: best iti course for government job, best iti courses after 10th, iti courses list, best iti course for girl, best iti course for railway job, best iti courses after 12th commerce, which iti course is best for government job for girl, iti top 10 trade list.