Thursday, June 1, 2023

সরকারি ও প্রাইভেট চাকরি পাওয়ার সেরা 5টি ITI কোর্স 2022 । Top 5 ITI Course 2022

চাকরির খবর ২৪৭ঃ আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব, কোন কোন ITI কোর্সে খুব সহজেই সরকারি ও প্রাইভেট চাকরি পাওয়া যায় । যারা ভাবছেন মাধ্যমিক/HS এর পর নিজের ক্যারিয়ার গড়ার কথা তাদের জন্য এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ । চলুন জেনে নিই……



১) ফিটার/Fitter:

সমগ্র ITI কোর্সের সবথেকে সেরা কোর্সটি হল ফিটার, একে ‘মাদার ট্রেড’ ও বলা হয় । মাধ্যমিকে খুব ভালো নম্বর নিয়ে পাশ করলে আপনি এই ট্রেডে চান্স পেতে পারেন ।


চাকরির সুযোগঃ

ITI এর মধ্যে সবথেকে ডিমান্ডিং কোর্স এটি, প্রতি বছর সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ফিটার ট্রেডে । রেলওয়ে, ECIL, ফ্যাক্টরিতে এই ট্রেডে লোক নেওয়া হয় । এছাড়া আপনি যদি প্রাইভেট সেক্টরে চাকরি করতে চান, তাহলেও সুযোগ সবথেকে বেশি পাবেন এই ট্রেডে ।



২) ইলেক্ট্রশিয়ানঃ

ITI কোর্সের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোর্স এটি । এই কোর্সে চান্স পেতে গেলে আপনাকে মাধ্যমিক খুব ভালো নম্বর পেতে হবে ।


চাকরির সুযোগঃ

ইলেক্ট্রশিয়ান কোর্সের সবকাজই ইলেক্ট্রিক নিয়ে, তাই গভঃ সব বড় বড় ইলেক্ট্রিক দপ্তর, ফ্যাক্টরি, ওয়ারহাউসে এর চাহিদা সবচাইতে বেশী । WBSEDCL পশ্চিমবঙ্গের এই বিদ্যুৎ সাপ্লাই সংস্থাতেও আপনি চাকরি পেতে পারেন । বেসরকারি কোম্পানিতেও এর চাহিদা একই । এছাড়া এই সার্টিফিকেটের সাহায্যে আপনি নিজের ব্যবসাও খুলতে পারেন ।



৩) Turner:

চাকরির সুযোগঃ

Hydraulic Hose Crimper, Lathe Operator, C.N.C Operator, Quality Technician, Radial Drilling Operator এই সমস্ত সেক্টরে আপনি চাকরি পেতে পারেন, টারনার ট্রেডের পরে ।


৪) Wireman
ক্লাস ৮ পাশ করলে আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন ।

চাকরির সুযোগঃ

বড় বড় বিল্ডিং, অফিসে বৈদ্যুতিক তার, সিস্টেম এবং ফিক্সচার ইনস্টল ও মেরামত করা। বৈদ্যুতিক তার এবং তারের জন্য কন্ডুইট এবং পাইপ ইনস্টল করা। পাইপিং বৈদ্যুতিক কোন কোড মেনে চলে তা নিশ্চিত করে। সার্কিট ব্রেকার এবং অন্যান্য বৈদ্যুতিক হার্ডওয়্যার ইনস্টল করে এবং তাদের সাথে তারের সংযোগ স্থাপন করে । এই কাজগুলি একজন ওয়্যারম্যানের করতে হয় । আপনি এই সমস্ত সেক্টরে কাজ পেতে পারেন ।



৫) মেশিনিস্ট ট্রেডে চাকরির সুযোগঃ

ট্রেডের নাম শুনেই আশা করি বুঝতে পেরেছেন, যে এই ট্রেডে আপনাকে মেশিন সম্পর্কিত সমস্ত কাজ করতে হবে । মেশিন খারাপ হলে তার রিপেয়ারিং করা, মেশিন অপারেট করা, মেইন্টেন করা ইত্যাদি। গভঃ এবং প্রাইভেট ২টি সেক্টরেই কাজের সুযোগ প্রচুর ।

এছাড়াও উপরের এই সমস্ত ট্রেড পাশ করলে সরকার আয়োজিত বিভিন্ন দপ্তরর এপ্রেন্টিস ট্রেনিং নিয়ে আপনার স্কিল বাড়াতে পারেন, এই  এপ্রেন্টিস ট্রেনিং চলাকালীন আপনি স্টাইপেন্ড পাবেন, মেধাবী হলে ট্রেনিং শেষে চাকরির ব্যবস্থা থাকে এবং সার্টিফিকেট পাবেন । এই সার্টিফিকেটের সাহায্য আপনি গভঃ ও প্রাইভেট দুই সেক্টরেই চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ।




বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags: best iti course for government job, best iti courses after 10th, iti courses list, best iti course for girl, best iti course for railway job, best iti courses after 12th commerce, which iti course is best for government job for girl, iti top 10 trade list.



Related Article

Apply Online WBJEEB ANM & GNM Nursing 2022 in West Bengal। ANM & GNM নার্সিং ২০২২ এর সম্পূর্ণ তথ্য ও আবেদন পদ্ধতি ।।

চাকরির খবর ২৪৭ঃপশ্চিমবঙ্গে  ANM এবং GNM নার্সিং ট্রেনিং এর ভর্তি হবার জন্য আপনাকে একটাই পরীক্ষা দিতে হয়, যাকে বলে WBJEE / West Bengal Joint Entrance Examinations ।...

দুয়ারে সরকারে ১০ হাজার চাকরি বিজ্ঞপ্তি। আমার কর্মদিশা প্রকল্পে কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা? ইত্যাদি । Amar Karmadisha Praklpa 2022

 চাকরির খবর ২৪৭ঃ শুধু বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই হচ্ছে ‘দুয়ারে সরকার’ক্যাম্পের কাজ - এতদিন আমরা এটাই জানতাম। কিন্তু এবার থেকে এই ক্যাম্পেই চাকরি দেবে রাজ্য...

রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! কোন ক্ষেত্রে কত প্রার্থী নিয়োগ করা হবে? দেখুন তালিকা।

গত ৩০শে মে ২০২৩ তারিখ-মঙ্গলবার, মুখ্যমন্ত্রী এক লাইভ মিটিং-এ জানান, যে ভবিষ্যতে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শুন্যপদে চাকরি দেবেন । তার সাথে...

বন সহায়ক 2023 কাট অফ মার্ক কত আসতে পারে? Ban Sahayak 2023 Cutt Of Marks

Ban Sahayak 2023 Cutt Of Marks Ban Sahayak 2023 Cutt Of Marks:  আশা করি আপনারা বন সহায়ক পদের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন। অনেকে আবেদনও করেছেন...

বন সহায়ক পদের ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর.. Ban Sahayak Interview Suggestion 2023

Ban Sahayak Interview Suggestion: বন সহায়ক পদের ইন্টারভিউতে আসা কিছু কমন প্রশ্নের সাজেশন ও তার উত্তর বলে দেব। আশা করি এর মধ্যে থেকে কোনো...

ইন্ডিয়ান রেলে গ্রুপ C স্টাফ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে...
- Advertisment -

Most Popular