Thursday, June 1, 2023

লেবার কার্ড বানালে কী কী সুযোগ সুবিধা পাবেন ? West Bengal Labour Card 2022

নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প

নির্মাণ কর্মী অথাৎ নির্মাণ শ্রমিক রাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তাই এই নির্মাণ শ্রমিক দের কথা মাথায় রেখে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার নানারকম সুযোগ সুবিধে দিয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকার নির্মাণকর্মী দের জন্য একটি প্রকল্প তৈরি করেছে – যেটি হলো নির্মাণ শ্রমিক প্রকল্প –


( nirman kormi scheme ) । এই যোজনা টি শ্রমিকদের মধ্যে লেবার কার্ড হিসেবেও পরিচিত।এই প্রকল্পে সুযোগ সুবিধে গুলির মধ্যে মাসিক পেনশন , দুর্ঘটনাজিনিত ভাতা ছাড়াও থাকছে সামাজিক সুরক্ষা যোজনা য় নাম তোলার সুবিধে


সামাজিকসুরক্ষা প্রকল্প নির্মাণকর্মী কারা ?

ভবন, সড়কপথ, রেল, ট্রাম লাইন, বিমানবন্দর, সেচ নিকাশি, বন্য‌া নিয়ন্ত্রণ, বিজলী ও জল সরবরাহ ব্য‌বস্থা, টেলিভিশন এবং টেলিফোন টাওয়ার নির্মাণ ও তার লাগানো, জলাশয়, জলাধার ও সুড়ঙ্গ বানানো, পাইপ লাইন, তেল ও গ্য‌াস সংস্থাপন ইত্য‌াদি কাজে নির্মাণ ও মেরামতি, রক্ষণাবেক্ষণ এমনকী ভাঙার কাজ করছেন তাঁরা নির্মাণ কর্মী হিসাবে গণ্য‌ হবেন ও এই প্রকল্পে নথিভুক্ত হতে পারবেন।



নির্মাণকর্মী প্রকল্পে নথিভুক্তিকরণের শর্তাবলী 

  1. নির্মাণকর্মীর বয়স ১৮ – ৬০ বছরের মধ্যে হতে হবে ।
  2. বিগত এক বছরে নির্মাণকর্মীকে ন্যূনতম ৯০ দিন কাজ করতে হবে।
  3. উপরোক্ত নির্মাণ কাজ গুলির মধ্যে নিয়োজিত থাকতে হবে ।


নির্মাণকর্মী প্রকল্পে কীভাবে আবেদন করবেন ? 

কলকাতা ছাড়া অন্যান্য জেলার ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছে । এই আবেদন পদ্ধতি পুস্তিকার ২৫ – ২৬ নম্বর পাতায় বর্ণিত হয়েছে । কলকাতার জন্য – পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী কল্যাণ পর্ষদের ২৭ নং ও ৩১ নং ফর্মে আবেদন করতে হবে ।



ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে?

  1. চার কপি পাসপোর্ট মাপের ছবি ।
  2. বয়সের প্রমাণপত্র হিসাবে কোন শংসাপত্র অথবা ভোটার পরিচয়পত্র / রেশন কার্ড – এর Attested Xerox Copy
  3. স্থানীয় প্রশাসন অথবা নিয়োগকর্তা কাছ থেকে কর্মের প্রমাণপত্র হিসেবে শংসাপত্র।
  4. নমিনির পরিচয় পত্রের প্রমাণপত্র।
  5. ২০ / – টাকা রেজিস্ট্রেশন ফি


কোথায় ও কীভাবে আবেদনপত্র / টাকা জমা দেবেন ?

শুধুমাত্র কলকাতার জন্য নির্মাণ শ্রমিক নিজে কলকাতা অফিসে ( শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্রে / উপশ্রম কমিশনারের অফিসে ) এসে অথবা সংগ্রহকারী এজেন্টের মাধ্যমে আবেদনপত্র / টাকা জমা দেবেন ।

সমস্ত জেলায় – অন্যান্য ক্ষেত্রে অনলাইনে আবেদন পত্র জমা দিতে হবে 



এই প্রকল্পে নথিভুক্ত নির্মাণকর্মী কী কী সুযোগ সুবিধা পাবেন ?

দুর্ঘটনাজনিত চিকিৎসা ভাতা: ১,০০০টাকা থেকে ৫,০০০টাকা।

দুর্ঘটনাজনিত অসমর্থতায়: ২৫,০০০টাকা

কঠিন ব্য‌ধির চিকিৎসায় অনুদান: নির্মাণ কর্মী/পরিবারের নির্ভরশীল সদস্য‌দের জন্য প্রতি বছর চিকিৎসা খাতে ১০,০০০টাকা।

অস্ত্রোপচারের জন্য‌: ৩০,০০০টাকা।

যক্ষ্মায় আক্রান্ত হলে: ৩০০০টাকা।

মৃত নির্মাণ কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা: মৃত্য‌ুতে ৩০,০০০টাকা ও কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্য‌ুতে ১,০০,০০০টাকা।

পেনশন: প্রতি মাসে ৫০০টাকা থেকে ৮৭০ টাকা পর্যন্ত পেনশনভোগীর মৃত্য‌ুতে তাঁর স্ত্রীস্বামীর জন্য‌ ৫০শতাংশ হারে পেনশন।

অসমর্থ/অক্ষম ব্য‌ক্তির জন্য‌ পেনশন: মাসে ৫০০টাকা। পেনশনভোগীর মৃত্য‌ুতে তাঁর স্ত্রী/স্বামীর জন্য‌ মাসে ২৫০টাকা।

গৃহনির্মাণ ঋণ: ৫০,০০০টাকা পর্যন্ত ঋণ (যা ৫ শতাংশ হারে পরিশোধযোগ্য‌)।

শিক্ষার জন্য‌ অনুদান: নির্মাণ কর্মী/তাঁর সন্তানদের জন্য‌ ২,০০০টাকা থেকে ১৫,০০০টাকা পর্যন্ত।

মহিলা নির্মাণকর্মীদের জন্য‌ মাতৃত্বকালীন আর্থিক সহায়তা: ৩,০০০টাকা হারে দু’বার।

দুর্ঘটনাজনিত গর্ভপাতের জন্য‌: ২,০০০টাকা হারে দু’বার অর্থ সাহায্য‌।

চশমা ক্রয়ের জন্য‌ আর্থিক অনুদান: ৫০০টাকা এককালীন।

অন্ত্য‌েষ্টি ক্রিয়ার জন্য‌ আর্থিক অনুদান: ৩,০০০টাকা এককালীন।

যন্ত্রপাতি ক্রয়ের জন্য‌ আর্থিক সহায়তা: ১,০০০টাকা এককালীন।

বিবাহ বাবদ আর্থিক সাহায্য‌: ৫,০০০টাকা হারে সর্বাধিক দু’বার।

সাইকেল বাবদ অর্থ সাহায্য‌ঃ ৩,০০০টাকা।

জমা টাকা ফেরত: নির্মাণ কর্মীর ৬০ বছর পূর্ণ হলে/প্রকল্পে থাকতে অনিচ্ছুক হলে/মৃত্য‌ুতে মোট জমা টাকা, অতিরিক্ত ৮শতাংশ টাকা সহ ফেরত।

Related Article

How To Cheak E Shram Card Balance ? ই-শ্রম কার্ডের ব্যালান্স কিভাবে চেক করবেন ২০২২?

  চাকরির খবর ২৪৭ঃ  আপনাদের কাছে কি ই-শ্রম কার্ড আছে যদি থেকে থাকে তাহলে আপনি আপনার ই-শ্রম কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন? অথবা আপনি কিভাবে দেখতে...

E Shram Card New Beneficiary List 2022 | ই শ্রম পোর্টালে কাদের নাম উঠলো লিস্ট দেখুন অনলাইনে 2022 ।

   চাকরির খবর ২৪৭ঃ  কিভাবে আপনারা ই-শ্রম কার্ডের নাম লিস্ট চেক করবেন ২০২২? যদি আপনি ই-শ্রম কার্ড বানিয়ে থাকেন তাহলে সরকারের খাতায় আপনার নাম উঠল...

কর্মতীর্থ প্রকল্প আবেদন পদ্ধতি ২০২২ । Karmatirtha Prakalpo 2022 ।

  চাকরির খবর ২৪৭ঃ পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে নতুন একটি প্রকল্প চালু করলেন যার নাম কর্মতীর্থ । এই প্রকল্পে বেকার ছেলেমেয়ে...

ভরণ পোষন যোজনা 2022 ।। Varan Poshan Yojana 2022 ।।

  চাকরির খবর ২৪৭ঃ  আপনার কাছে কি কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ড আছে? যদি না থাকে তাহলে এক্ষুনি বানিয়ে নিন, কারন এবার থেকে মাসে মাসে ৫০০ টাকা করে...

রাজ্যের প্রতিটি ব্লকে 35 হাজার চাকরি, চালু হবে ‘জীবন হাব’, প্রকল্প 2022। Jiban Hub Prakalpo 2022 ।

 চাকরির খবর ২৪৭ঃ প্রধান লক্ষ্য গ্রামীণ এলাকার মানুষের স্বনির্ভরতা। পাশাপাশি, টেলি মেডিসিনের মাধ্যমে গ্রামে বসেই কলকাতা, দিল্লি, চেন্নাইয়ের চিকিৎসকদের দেখানোর সুযোগ, বাড়িতে ৩৪ রকমের পরীক্ষা সহ উন্নত...

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প 2022 | ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মমতা’, 3.5 লক্ষ টাকার ছাড়

 চাকরির খবর ২৪৭ঃ  আপনি যদি বেকার হয়ে থাকেন, এবং নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে বিনামূল্যে ১০ থেকে...
- Advertisment -

Most Popular