চাকরির খবর ২৪৭ঃ ক্রমাগত মুদ্রাস্ফীতি, ডলারের তুলনায় দেশীয় মুদ্রার মূল্য কমে যাওয়ার মতো বিশ্বব্যাপী সমস্যার মোকাবিলা যেমন শক্ত হাতে সামলাচ্ছেন, তেমনই দেশের বেকারদের করা প্রতিশ্রুতি পালনেও সদা তৎপর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই উদ্দেশ্যে ২২ অক্টোবর থেকে ১০ লাখ সরকারি চাকরির জন্য নিয়োগের প্রক্রিয়া ‘রোজগার মেলা’র শুভারম্ভ করবেন প্রধানমন্ত্রী।
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, এই প্রক্রিয়ায় ১০ লাখ লোকের কর্মসংস্থান হওয়া সুনিশ্চিত। এই কর্মসংস্থান অভিযান ২২ অক্টোবর সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নতুন চাকরিপ্রাপ্ত ৭৫ হাজার লোকের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদি এই অনুষ্ঠানে সদ্য কর্মক্ষেত্রে যোগ দেওয়াদের উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানান হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “তরুণদের জন্য চাকরির সুযোগ প্রদান এবং নাগরিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর ক্রমাগত প্রতিশ্রুতি পূরণের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে, সমস্ত মন্ত্রণালয় এবং বিভাগ মিশন মোডে চলে গিয়েছে। অনুমোদিত পদের বাকি পদ দ্রুত পূরণের জন্য কাজ করছে, বিবৃতিতে বলা হয়েছে।
সারাদেশ থেকে নির্বাচিত নতুন চাকরিপ্রাপ্তরা সরকারের ৩৮টি মন্ত্রণালয়/বিভাগে যোগদান করবেন। সদ্য নিযুক্তরা বিভিন্ন স্তরে সরকারে যোগদান করবেন যেমন, গ্রুপ – এ, গ্রুপ – বি (গেজেটেড), গ্রুপ – বি (নন-গেজেটেড) এবং গ্রুপ – সি। ইনস্পেক্টর, কনস্টেবল, এলডিসি, স্টেনো, পিএ, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এমটিএস এমন অনেক পদ থাকছে।
এই নিয়োগগুলো মিশন মোডে মন্ত্রক এবং বিভাগগুলি নিজের দ্বারা বা নিয়োগকারী সংস্থা যেমন এউপিএসসি, এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে করা হচ্ছে৷ দ্রুত নিয়োগের জন্য, নির্বাচন প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। জুন মাসের শুরুতে, প্রধানমন্ত্রী মোদি সমস্ত কেন্দ্রীয় বিভাগ এবং মন্ত্রকগুলিতে মানব সম্পদের অবস্থা পর্যালোচনা করেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যে সরকার আগামী দেড় বছরে মিশন মোডে ১০ লক্ষ কর্মী নিয়োগ করবে।
গ্রুপ এ (গেজেটেড) বিভাগে ২৩৫৮৪ টি শূন্য পদ, গ্রুপ বি (গেজেটেড) ২৬২৮২ টি, গ্রুপ বি (নন-গেজেটেড) ৯২৫২৫ টি এবং গ্রুপ সি (নন-গেজেটেড) ৮.৩৬ লাখ শূন্য পদ রয়েছে। শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রকেই ৩৯৩৬৬ টি গ্রুপ বি (নন-গেজেটেড) এবং ২.১৪ লক্ষ গ্রুপ সি পদ খালি রয়েছে। রেলের ২.৯১ লক্ষ গ্রুপ সি পদ রয়েছে এবং গৃহ মন্ত্রানালয়ে ১.২১ লক্ষ গ্রুপ সি (নন-গেজেটেড) পদ খালি রয়েছে।
মনে করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে দেশের বেকার যুবকদের বেকারত্বের সমস্যার সুরাহা হওয়া শুধু সময়ের অপেক্ষা। আর তার শুভ সূচনা হতে চলেছে ২২ অক্টোবর সকাল ১১ টায়।
Main Article Link- Click Here
Tags: rojgar mela 2022, rojgar mela jharkhand 2022, sewayojan up nic in rojgar mela 2022, www jharkhand rojgar nic in 2022, bokaro rojgar mela 2022, rojgar mela jamshedpur 2022, job mela online registration, narendra modi job vacancy 2022, rojgar mela 2022 odisha, pm rojgar mela 2022, pm rojgar mela 2022 registration, rojgar mela 2022 modi, rojgar mela 2022 in english, rojgar mela 2022 up, bokaro rojgar mela 2022, csjmu rojgar mela 2022.