দরিদ্র ও অসহায় পরিবারগুলিকে চিহ্নিত করে তাদের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আনার জন্য উদ্যোগী হয়েছে খাদ্যদপ্তর। জাতীয় প্রকল্পে রাজ্যের রেশন গ্রাহকদের যে নির্ধারিত কোটা আছে, তার থেকে গ্রাহকের সংখ্যা কম হয়ে যাওয়ায় এভাবে শূন্যস্থান পূরণ করতে চাইছে দপ্তর। রাজ্যের কোটা প্রায় ৬ কোটি ২ লক্ষ। সেখানে এখন জাতীয় প্রকল্পের গ্রাহকের সংখ্যা ৫ কোটি ৯১ লক্ষের কিছু বেশি।
এই পরিস্থিতিতে জেলাগুলির খাদ্য নিয়ামক ও বিধিবদ্ধ রেশনিং এলাকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে বার্তা পাঠানো হয় দপ্তর থেকে। তাতে জানানো হয়েছে, আর্থিকভাবে খুবই খারাপ অবস্থায় থাকা পরিবারের কাছে রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের কার্ড থাকলে, সেই তথ্য পাঠাতে। শবর, লোধার মতো পিছিয়ে পড়া জাতির লোকজন ছাড়াও প্রতিবন্ধী, রূপান্তরকামীদের নাম পাঠানো যেতে পারে। তাদের পাঠানো তালিকা থেকে জাতীয় প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করা হবে।
জাতীয় প্রকল্পের গ্রাহক হলে কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। অন্ত্যোদয় শ্রেণির গ্রাহকরা মাসে পরিবার পিছু ৩৫ কেজি খাদ্যশস্য পেয়ে থাকেন। এই গ্রাহকদের একটা বড় অংশ খুব কম দামে চিনি পান। তাছাড়া জাতীয় প্রকল্পের গ্রাহকরা আগামী সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে মাসে মাথাপিছু ৫ কেজি অতিরিক্ত খাদ্যশস্য বিনা পয়সায় পাবেন। মৃত ও অস্তিত্বহীন রেশন গ্রাহকদের চিহ্নিত করার জন্য খাদ্যদপ্তর গত কয়েক মাস ধরে বিশেষ ব্যবস্থা নিয়েছে।
এর ফলে জাতীয় প্রকল্পের পাশাপাশি রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকের সংখ্যা আগের তুলনায় অনেক কমে গিয়েছে। এখন রাজ্যে মোট রেশন গ্রাহকের সংখ্যা ৯ কোটি ২৬ লক্ষ, যা গত বছরের সেপ্টেম্বর মাসেও ছিল সাড়ে ১০ কোটি। গ্রাহকের সংখ্যা অবশ্য নিয়মিত পরিবর্তিত হচ্ছে। সেই কারণে ব্লক হয়ে যাওয়া অনেক রেশন গ্রাহকই নির্দিষ্ট পদ্ধতি মেনে কার্ড চালু করছেন।
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: ration card category change online kerala, how to change ration card category in west bengal online, how to change ration card category, how to change ration card category in west bengal, how to change ration card type online, ration card category change online.