AdBlock Detected

It looks like you're using an ad-blocker!

Our team work realy hard to produce quality content on this website and we noticed you have ad-blocking enabled.

যুবশ্রী প্রকল্প/বেকার ভাতা প্রকল্প: অনলাইন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বেকার যুবক এবং যুবতীদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। এগুলির মধ্যে একটি অন্যতম প্রজেক্ট হলো “যুবশ্রী প্রকল্প” বা “বেকার ভাতা প্রকল্প”।

এই প্রকল্পে আপনি যেকোনো বেকার ছেলে বা মেয়ে হিসেবে আবেদন করতে পারেন। বেকার ভাতা প্রকল্পে আবেদন করলে, আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ১৫০০ টাকা বিনামূল্যে জমা দেওয়া হবে।

 

প্রকল্পে যোগ্যতা:

বিস্তারিত তথ্য
পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
সরকারি চাকরি করে না এমন বেকার ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন।
পড়াশোনা করা অবস্থায় কিংবা পড়াশোনা মাঝপথে থামিয়ে দিলেও এখানে আবেদন করতে পারবেন।



প্রয়োজনীয় ডকুমেন্টস:

ডকুমেন্টস
নাম, বয়সের প্রমান হিসাবে মাধ্যমিক এডমিট কার্ড / মাধ্যমিক পাস সার্টিফিকেট / জন্ম শনাক্তপত্র।
বাসবাসের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড / পাসপোর্ট।
জাতীয় শনাক্তপত্র যদি থাকে তবে সেটা দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতার প্রমাণ স্বরূপ মার্কশীট।



আবেদন পদ্ধতি:

প্রক্রিয়া
employmentbankwb.gov.in ওয়েবসাইটে যান।
“New Enrollment Job Seeker” এ ক্লিক করুন।
পরবর্তী পেজে “T&C” এ ক্লিক করে “Accept & Continue” এ ক্লিক করুন।
পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড নাম্বার, শিক্ষাগত যোগ্যতার বিবরণ ইত্যাদি পূরণ করুন।
প্রয়োজনীয় ডকুমেন্টস অনলাইনে আপলোড করুন 100KB এর মধ্যে PDF আকারে এবং সাবমিট করুন।
সম্পূর্ণ করার পর, আপনার সামনে “Temporary Enrollment Id” দেখা যাবে, যার সাহায্যে স্ট্যাটাস চেক করতে পারবেন।
আবেদন সম্পন্ন হওয়ার পর, ডকুমেন্ট ভেরিফিকেশনের পর রেজিস্ট্রার এর মোবাইল নাম্বারে আপনি একটি Id এবং Password পাবেন।



বিশেষ সুবিধা:

যুবশ্রী প্রকল্প / বেকার ভাতা প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে ফ্রিতে আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ টাকা প্রাপ্ত করতে পারবেন।

উপরের নির্দেশাবলী অনুসরণ করে পশ্চিমবঙ্গের বেকার যুবক ও যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন। এই সুবিধার মাধ্যমে আপনি আর্থিক সাহায্য পেতে পারেন এবং আপনার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেতার মধ্যে থাকতে সাহায্য করতে পারেন।

See also  Krishak Bandhu: কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন, ১০হাজার/- টাকা পাবে



Important Links

Official WebsiteClick Here
Whatsapp GroupJoin Now
Telegram ChannelJoin Now
Chakrir Khabor 24/7 App
Download
Sharing Is Caring:

Leave a Comment