Thursday, June 1, 2023

ভ্যাক্সিন ই-পাস বানান অনলাইনে ফ্রিতে ২০২২ । How to Apply Vaccine E-Pass Online 2022?

 চাকরির খবর ২৪৭ঃ  আপনারা যদি করোনার ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সার্টিফিকেট বের করেছেন । কিন্তু কেন্দ্র সরকার আপনাদের এই সার্টিফিকেট এর জায়গায় ‘E-Pass/ই-পাস’ দিচ্ছে । আপনি এই ই-পাসের সাহায্যে ভারতবর্ষের মধ্যে যেকোনো জায়গায় যাতায়াত করতে পারেন একদম নির্দ্বিধায় । শুধুমাত্র এই /ই-পাস দেখালেই আপনার সমস্ত কাজ হয়ে যাবে । তো কিভাবে বানাবেন এই /ই-পাস? সমস্ত কিছু আজকে আমি আপনাদেরকে step-by-step বলব তাই এই আর্টিকেল টা সম্পূর্ণ পড়ুন ।



১) ই-পাস বের করার জন্য আপনাদেরকে আসতে হবে https://epassmsdma.mahait.org এই ওয়েবসাইটে ।

২) এই ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাবেন ডান দিকে প্রথম অপশন টা যেটা হচ্ছে  ‘Universal Pass For Double Vaccinated Citizens’ । আপনি বাঁদিকে ওপর দেখতে পাবেন টাইম কাউন্ট আউট হচ্ছে এই টাইম কাউন্ট আউট হওয়ার আগে আপনাকে এই অপশনটা তে ক্লিক করতে হবে ।

৩) এই অপশনে ক্লিক করার পড়ে আপনি এখানে দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বার বসানোর অপশন রয়েছে, এইখানে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট এর সঙ্গে যেই ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার বসিয়ে ‘Send OTP’ তে ক্লিক করবেন।  এরপর আপনার ফোন নাম্বারে একটা OTP আসবে সেই OTP বসিয়ে আপনি ‘Submit’ এ ক্লিক করুন।

৪) সাবমিট এ ক্লিক করার পরে আপনি আপনার স্ক্রিনে দেখতে পাবেন ভ্যাকসিন নেবার সমস্ত তথ্য এবং তার সঙ্গে ‘Action’ বটনের এর নিচে পাবেন ‘Generate Pass’ এখানে ক্লিক করতে হবে।

৫) ‘Generate Pass’ এটির পাশে ক্লিক করার পরে আপনার সামনে একটা অপশন খুলবে যেখানে আপনি ক্যান্ডিডেটের সমস্ত বিবরণ দেখতে পারবেন, এরপর এখানে আপনাকে একটা ফটো আপলোড করতে হবে এবং তারপরে চেকবক্স আইকনটি ক্লিক করার পরে ‘Apply’ ক্লিক করতে হবে ।

৬) ‘Apply’ ক্লিক করার পরে একটা পপ আপ দেখতে পাবেন যেখানে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে আপনাকে SMS এর মাধ্যমে ই-পাস দিয়ে দেওয়া হবে এখানে আপনি ‘OK’ ক্লিক করে বেরিয়ে আসুন।

৭) তো এবার আপনাকে আবার ইউনিভার্সাল পাশের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবার লগইন করতে হবে ফোন নাম্বার এবং ওটিপি দিয়ে লগইন করার পর আপনি দেখতে পাবেন এবার জেনারেট পাশের জায়গায় ভিউ পাস দেখাবে আপনি এখানে ক্লিক করবেন ।

৮) ভিউ পাসে ক্লিক করার পরে আপনার সামনে  E-Pass ওপেন হয়ে যাবে এবং এখানে একটা ভেরিফাই বলে অপশন আছে এখানে ভেরিফাই ক্লিক করে আপনার এই E-Pass ভেরিফাই করতে হবে,  আপনি দেখবেন আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে ।

৯) এবং এরপরে আপনি ওপরে পাস ডাউনলোড করার অপশন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে আপনার পাস টি PDF আকারে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এবার এটা আপনি প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারেন অথবা আপনার ফোনে রেখে দিতে পারেন ।

বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags: co-win universal pass,vaccination new universal pass,vaccine new update,e-pass vaccine,vaccine e-pass online download,co vaccine new update,co vaccine e-pass online apply,how to apply vaccine e-pass,co win vaccine new e card,vaccine new certificate online apply,vaccine e-card online download,double dose vaccine new certificate            

Related Article

ই-শ্রম কার্ডের ব্যালান্স কিভাবে চেক করবেন ? অনলাইনে ফোন থেকে চেক করুন

আপনাদের কাছে কি ই-শ্রম কার্ড আছে যদি থেকে থাকে তাহলে আপনি আপনার ই-শ্রম কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন? অথবা আপনি কিভাবে দেখতে পাবেন কেন্দ্র...

ই-শ্রম কার্ড থাকলে, প্রতিমাসে ৫০০/- টাকা পাবেন.. ভরণ পোষন যোজনা 2023

আপনার কাছে কি কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ড আছে? যদি না থাকে তাহলে এক্ষুনি বানিয়ে নিন, কারন এবার থেকে মাসে মাসে ৫০০ টাকা করে কেন্দ্র...

ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মমতা – 3.5 লক্ষ টাকার ছাড়

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প  আপনি যদি বেকার হয়ে থাকেন, এবং নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে...

বাংলার আবাস যোজনা 2023। নতুন ঘরের জন্য আবেদন করুন শহর ও গ্রামে ।

বাংলার আবাস যোজনা (BAY) এর মূল উদ্দেশ্য হল, দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি...

প্রধানমন্ত্রীর PM-WANI যোজনায় করুন আবেদন এবং বাড়িতে বসেই WIFI দিয়ে মাসে রোজগার করুন ২০,০০০ টাকারও বেশি।

ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবের পর, এখন ভারত সরকার ওয়াইফাই বিপ্লব আনতে চলেছে। বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর...

পশ্চিমবঙ্গের লক্ষাধিক মহিলাদের চাকরি দেবে মমতা, উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালু

বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো সম্প্রতি রাজ্য সরকার দ্বারা চালু হওয়া একটি বিশেষ প্রকল্প নিয়ে। এখন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাই নয়, এবার রাজ্যের...
- Advertisment -

Most Popular