চাকরির খবর ২৪৭ঃ আপনার কাছে কি কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ড আছে? যদি না থাকে তাহলে এক্ষুনি বানিয়ে নিন, কারন এবার থেকে মাসে মাসে ৫০০ টাকা করে কেন্দ্র সরকার দিচ্ছে, যাদের কাছে ই-শ্রম কার্ড আছে। এই প্রকল্পের নাম হচ্ছে ‘ভরন পোষণ’ যোজনা । কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? কারা এই টাকা পাবেন, আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে বলব। চলুন জেনে নিই…!!
ভরন পোষণ যোজনা কি?
নতুন বছরের শুরুতে কেন্দ্র সরকার ঘোষণা করেছেন, জানুয়ারী থেকে এপ্রিল মাস (২০২২) এই ৪ মাস, প্রত্যেক মাসে ৫০০ টাকা করে দেবেন, যাদের কাছে ই-শ্রম কার্ড আছে।
কারা এই টাকা পাবেন?
যদি আপনি একজন শ্রমিক বা ডেইলি লেবার হন, তাহলে আপনি এই টাকাটি পাবেন। এবং এর জন্য অবশ্যই আপনার কাছে ই-শ্রম কার্ড থাকা লাগবে। তাই যারা এখনও এই কার্ডটি বানান নি, তাঁরা অবশ্যই বানিয়ে নিন। কার্ডটি না বানালে সরকারের কাছে আপনার ডেটা পৌঁছাবে না। এর পাশাপাশি ই-শ্রম কার্ডে KYC থাকা লাগবে।
এই টাকাটি পাওয়ার জন্য কোথায় আবেদন করতে হবে?
ই-শ্রম কার্ডের এই ৫০০ টাকা নেওয়ার জন্য আপনাকে কোথায় আবেদন করতে হবেনা, আপনার ব্যাঙ্ক একাউন্টে এই টাকাটি ক্রেডিট হয়ে যাবে।
এই টাকা ক-টি কিস্তিতে ব্যাঙ্কে জমা হবে?
মোট ২ কিস্তিতে এই টাকা আপনার ব্যাঙ্ক একাউন্টে জমা হবে, ১ম কিস্তিতে ১,০০০ টাকা এবং ২য় কিস্তিতে ১,০০০ টাকা করে পাবেন।
পশ্চিমবঙ্গের সাধারন মানুষ কি এই টাকাটি পাবে?
না, পশ্চিমবঙ্গের বাসিন্দা এই টাকা পাবে না। কারন এই প্রকল্পটি বর্তমানে উত্তরপ্রদেশে চালু হয়েছে।
উত্তরপ্রদেশের নির্বাচন কে সামনে রেখে এই ঘোষনা করেছেন কেন্দ্র সরকার। তাই পশ্চিমবঙ্গের কোন মানুষ এই টাকা পাবে না।