চাকরির খবর ২৪৭ঃ বাংলা সহায়তা কেন্দ্রের সমস্ত সুবিধা সহজে এক্সেস করার জন্য এখন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের বিনামূল্যে ID দিচ্ছে । আপনি এই ID বানিয়ে বাংলা সহায়তা কেন্দ্রের সমস্ত প্রকল্পে খুব সহজেই আবেদন করতে পারবেন । এমনকি আপনি অন্যকে আবেদন করিয়ে দিয়ে, ব্যবসাও করতে পারেন । নিজের ফোন থেকে অনলাইনে এপ্লাই করতে হবে । তো চলুন আবেদন পদ্ধতি দেখে নেওয়া যাক ।
বাংলা সহায়তা কেন্দ্রের ID বানানোর আবেদন পদ্ধতিঃ
১) সর্বপ্রথম আপনাকে আসতে হবে https://bsk.wb.gov.in/ এই ওয়েবসাইটে,
২) এই ওয়েবসাইটে আসার পর উপরে ডানদিকে Login অপশনে ক্লিক করতে হবে, Login অপশনে ক্লিক করার পরে ২টি অপশন পাবেন, সেখান থেকে Citizen Login অপশনে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন,
৩) এরপরবর্তী পেজে আপনাকে লগ-ইন করতে বলবে, যেহেতু আপনি একাউন্ট বানাতে চান, তাই এখানে ‘New User? Register Here’ এই অপশনে ক্লিক করবেন,
৪) এরপরে আপনার ফোন নম্বর এবং OTP দেবেন, তাহলে একটা ফর্ম ওপেন হবে, এই ফর্মটি ফিলাপ করে আপনাকে ID বানাতে হবে, ফর্ম ফিলাপের সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ।
৫) ফর্মটি ফিলাপ করার পর আপনার ID ক্রিয়েট হয়ে যাবে, এবার আপনি বাংলা সহায়তা কেন্দ্রের সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন ।
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: বাংলা সহায়তা কেন্দ্র ফ্রি আইডি,bangla sahayata kendra free id,bsk free id 2022,bsk free id apply 2022,bangla sahayta kendra free id apply 2022,bsk free id chakrir khabar 247,bsk online apply for free id,bsk free id,bangla sahayata kendra free id apply 2022,free id bsk apply 2022,bangla sahayata kendra online apply 2022,bsk online apply free id,bsk online free id 2022,chakrir khabar 247,bangla sahayata kendra id apply online,chakrir khabor 247.