Thursday, June 1, 2023

বাংলার আবাস যোজনা ২০২২-২৩ । নতুন ঘরের জন্য আবেদন করুন শহর ও গ্রামে । কি কি ডকুমেন্ট লাগবে? কোথায় জমা দেবেন?

 চাকরির খবর ২৪৭ঃ বাংলার আবাস যোজনা (BAY) এর মূল উদ্দেশ্য হল, দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সুবিধা প্রদান করা, যাতে করে একজন দরিদ্র ব্যক্তি পাকা বাড়িতে বসবাস করার সুবিধা ও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে আগামী ২০২২ সালের মধ্যে দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রত্যেক পরিবারকে পাকা বাড়িতে বসবাস করার সুবিধা প্রদানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। SECC (Socio Economic Cast Census) তালিকা থেকে উপভোক্তা নির্বাচিত হন।



 প্রতিটি উপভোক্তাকে তাদের নিজের বাড়ি নিজে প্রস্তুত করার জন্য বর্তমানে তিনটি কিস্তিতে ১,২০,০০০/- (এক লক্ষ কুড়ি হাজার) টাকা প্রদান করা হয়।প্রতিটি কিস্তির অর্থ উপভোক্তার নিদিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে F.T.O (Fund Transfer Order)-এর দ্বারা সরাসরি প্রদান করা হয়। প্রতিটি কিস্তির কাজ তদারকির জন্য সরকারী আদেশনামা অনুযায়ী পঞ্চায়েতের আধিকারিকগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। বাড়ির নির্মাণ কার্য শেষ হওয়ার পর উপভোক্তার নাম ও আর্থিক বৎসর উল্লেখ করে প্রকল্পটির নাম বাড়িটির দেওয়ালে লিপিবদ্ধ করা হয়।


আবেদন করার শর্তঃ-

1.পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

2. যাদের পাকা বাড়ি নেই শুধুমাত্র তারাই আবেদন করতে পারেবেন।

3. যেসব ব্যক্তির বাৎসরিক ইনকাম 1 লক্ষ বা তার নিচে একমাত্র তারাই আবেদন করতে পারেবেন।

4. এবং বিপিএল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক।

5. আপনার নিদিষ্ট জমির দলিল বা কম্পিউটার পর্চা (রেকড) থাকতে হবে।

6. সরকারি চাকুরিজীবিরা বাংলা আবাস যোজনা নাম নথিভুক্ত করতে পারবে না।


বাংলা আবাস যোজনা আবেদন পদ্ধতি (iay new apply Online 2022-23):-

এই যোজনা নাম নথিভুক্ত করার জন্য নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা গ্রাম প্রধান অফিসে গিয়ে Application From সংগ্রহ করে, ফিলাপ করে জমা করতে হবে। Bangla Awas Yojana application ফর্ম এর সাথে নথিপত্রগুলো একসাথে করে গ্রামের পঞ্চায়েত, গ্রাম প্রধান, বিডিও অফিস গিয়ে জমা করতে হবে।


প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরঃ– 

প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের আবেদন পদ্ধতি অনলাইন এর পাশাপাশি অফলাইনেও রয়েছে।এরজন্য নিকটবর্তী S.D.O অফিসে বা K.M.C তে যোগাযোগ করুন।



Important Links:- 
 ✓Official Notice: Download
 ✓Apply Online: Click Here
 ✓Official Website: Click Here
 ✓Latest Job: Click Here
 ✓Chakrir Khabar 247 App: Download


বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags: pradhama mandir awas yojana apply, pradhama mandir awas yojana apply urban, pradhama mandir awas yojana apply 2022, pradhama mandir awas yojana apply online 2022, pradhama mandir awas yojana apply west bengal, pradhan mantri awas yojana gramin online apply, pmayg nic in online apply, pmayg nic in, pradhan mantri awas yojana eligibility, pmay g, pmayg nic in gramin, pradhan mantri awas yojana benefits.


Related Article

How To Cheak E Shram Card Balance ? ই-শ্রম কার্ডের ব্যালান্স কিভাবে চেক করবেন ২০২২?

  চাকরির খবর ২৪৭ঃ  আপনাদের কাছে কি ই-শ্রম কার্ড আছে যদি থেকে থাকে তাহলে আপনি আপনার ই-শ্রম কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন? অথবা আপনি কিভাবে দেখতে...

E Shram Card New Beneficiary List 2022 | ই শ্রম পোর্টালে কাদের নাম উঠলো লিস্ট দেখুন অনলাইনে 2022 ।

   চাকরির খবর ২৪৭ঃ  কিভাবে আপনারা ই-শ্রম কার্ডের নাম লিস্ট চেক করবেন ২০২২? যদি আপনি ই-শ্রম কার্ড বানিয়ে থাকেন তাহলে সরকারের খাতায় আপনার নাম উঠল...

কর্মতীর্থ প্রকল্প আবেদন পদ্ধতি ২০২২ । Karmatirtha Prakalpo 2022 ।

  চাকরির খবর ২৪৭ঃ পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে নতুন একটি প্রকল্প চালু করলেন যার নাম কর্মতীর্থ । এই প্রকল্পে বেকার ছেলেমেয়ে...

ভরণ পোষন যোজনা 2022 ।। Varan Poshan Yojana 2022 ।।

  চাকরির খবর ২৪৭ঃ  আপনার কাছে কি কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ড আছে? যদি না থাকে তাহলে এক্ষুনি বানিয়ে নিন, কারন এবার থেকে মাসে মাসে ৫০০ টাকা করে...

রাজ্যের প্রতিটি ব্লকে 35 হাজার চাকরি, চালু হবে ‘জীবন হাব’, প্রকল্প 2022। Jiban Hub Prakalpo 2022 ।

 চাকরির খবর ২৪৭ঃ প্রধান লক্ষ্য গ্রামীণ এলাকার মানুষের স্বনির্ভরতা। পাশাপাশি, টেলি মেডিসিনের মাধ্যমে গ্রামে বসেই কলকাতা, দিল্লি, চেন্নাইয়ের চিকিৎসকদের দেখানোর সুযোগ, বাড়িতে ৩৪ রকমের পরীক্ষা সহ উন্নত...

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প 2022 | ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মমতা’, 3.5 লক্ষ টাকার ছাড়

 চাকরির খবর ২৪৭ঃ  আপনি যদি বেকার হয়ে থাকেন, এবং নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে বিনামূল্যে ১০ থেকে...
- Advertisment -

Most Popular