Wednesday, May 31, 2023

বাংলার আবাস যোজনা ২০২২-২৩ । নতুন ঘরের জন্য আবেদন করুন শহর ও গ্রামে । কি কি ডকুমেন্ট লাগবে? কোথায় জমা দেবেন?


বাংলার আবাস যোজনা (BAY) এর মূল উদ্দেশ্য হল, দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সুবিধা প্রদান করা, যাতে করে একজন দরিদ্র ব্যক্তি পাকা বাড়িতে বসবাস করার সুবিধা ও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে আগামী ২০২২ সালের মধ্যে দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রত্যেক পরিবারকে পাকা বাড়িতে বসবাস করার সুবিধা প্রদানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। SECC (Socio Economic Cast Census) তালিকা থেকে উপভোক্তা নির্বাচিত হন।

 

 প্রতিটি উপভোক্তাকে তাদের নিজের বাড়ি নিজে প্রস্তুত করার জন্য বর্তমানে তিনটি কিস্তিতে ১,২০,০০০/- (এক লক্ষ কুড়ি হাজার) টাকা প্রদান করা হয়।প্রতিটি কিস্তির অর্থ উপভোক্তার নিদিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে F.T.O (Fund Transfer Order)-এর দ্বারা সরাসরি প্রদান করা হয়। প্রতিটি কিস্তির কাজ তদারকির জন্য সরকারী আদেশনামা অনুযায়ী পঞ্চায়েতের আধিকারিকগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। বাড়ির নির্মাণ কার্য শেষ হওয়ার পর উপভোক্তার নাম ও আর্থিক বৎসর উল্লেখ করে প্রকল্পটির নাম বাড়িটির দেওয়ালে লিপিবদ্ধ করা হয়।



আবেদন করার শর্তঃ-

 

1.পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
2. যাদের পাকা বাড়ি নেই শুধুমাত্র তারাই আবেদন করতে পারেবেন।
3. যেসব ব্যক্তির বাৎসরিক ইনকাম 1 লক্ষ বা তার নিচে একমাত্র তারাই আবেদন করতে পারেবেন।
4. এবং বিপিএল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক।
5. আপনার নিদিষ্ট জমির দলিল বা কম্পিউটার পর্চা (রেকড) থাকতে হবে।

6. সরকারি চাকুরিজীবিরা বাংলা আবাস যোজনা নাম নথিভুক্ত করতে পারবে না।

বাংলা আবাস যোজনা আবেদন পদ্ধতি (iay new apply Online 2022-23) :-এই যোজনা নাম নথিভুক্ত করার জন্য নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা গ্রাম প্রধান অফিসে গিয়ে Application From সংগ্রহ করে, ফিলাপ করে জমা করতে হবে। Bangla Awas Yojana application ফর্ম এর সাথে নথিপত্রগুলো একসাথে করে গ্রামের পঞ্চায়েত, গ্রাম প্রধান, বিডিও অফিস গিয়ে জমা করতে হবে।


প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরঃ– 

প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের আবেদন পদ্ধতি অনলাইন এর পাশাপাশি অফলাইনেও রয়েছে।এরজন্য নিকটবর্তী S.D.O অফিসে বা K.M.C তে যোগাযোগ করুন।


Related Article

রাজ্যের প্রতিটি ব্লকে 35 হাজার চাকরি, চালু হবে ‘জীবন হাব’, প্রকল্প 2022। Jiban Hub Prakalpo 2022 ।

 চাকরির খবর ২৪৭ঃ প্রধান লক্ষ্য গ্রামীণ এলাকার মানুষের স্বনির্ভরতা। পাশাপাশি, টেলি মেডিসিনের মাধ্যমে গ্রামে বসেই কলকাতা, দিল্লি, চেন্নাইয়ের চিকিৎসকদের দেখানোর সুযোগ, বাড়িতে ৩৪ রকমের পরীক্ষা সহ উন্নত...

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প 2022 | ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মমতা’, 3.5 লক্ষ টাকার ছাড়

 চাকরির খবর ২৪৭ঃ  আপনি যদি বেকার হয়ে থাকেন, এবং নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে বিনামূল্যে ১০ থেকে...

প্রধানমন্ত্রীর PM-WANI যোজনায় করুন আবেদন এবং বাড়িতে বসেই WIFI দিয়ে মাসে রোজগার করুন ২০,০০০ টাকারও বেশি।

ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবের পর, এখন ভারত সরকার ওয়াইফাই বিপ্লব আনতে চলেছে। বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর...

পশ্চিমবঙ্গের লক্ষাধিক মহিলাদের চাকরি দেবে মমতা, উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালু

বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো সম্প্রতি রাজ্য সরকার দ্বারা চালু হওয়া একটি বিশেষ প্রকল্প নিয়ে। এখন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাই নয়, এবার রাজ্যের...

সুখবর! কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য নিয়ে এলো দারুন একটি প্রকল্প। দেখে নিন কিভাবে আবেদন জানাবেন।

ভারতের "আজাদি কা অমৃত মহোৎসব" -কে স্মরণীয় করে রাখতে এবছর বাজেট অধিবেশন চলাকালীন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন "মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট" নামক একটি প্রকল্পের ঘোষণা...

ই-শ্রম কার্ড থাকলেই পাবেন, প্রতিমাসে ৩,০০০/- টাকা.. National Pension Scheme

National Pension Scheme/NPS National Pension Scheme/NPS: যদি আপনার কাছে ই-শ্রম কার্ড থাকে তাহলে, আপনি প্রতিমাসে ৩,০০০/- টাকা পেতে পারেন খুব সহজেই। ন্যাশনাল পেনশন স্কিম (NPS)...
- Advertisment -

Most Popular