চাকরির খবর ২৪৭ঃ আজকালকার যুগে চাকরি পাওয়ার জন্য কম্পিউটার সার্টিফিকেট একটা অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আর কম্পিউটার কোর্স করতে অনেক টাকা পয়সা খরচা হয়। কিন্তু কেন্দ্র সরকার আপনাদেরকে বিনামূল্যে ডাটা এন্ট্রি অপারেটর একটি সার্টিফিকেট প্রদান করছে। আপনি এই সার্টিফিকেট নিয়ে ভারতবর্ষের যেকোনো চাকরিতে আবেদন করতে পারবেন। কিভাবে এই সার্টিফিকেট বানাবেন আপনার ফোন থেকে একদম বিনামূল্যে সেটাই আজকের আর্টিকেলে বলবো। তো চলুন জেনে নেয়া যাক…
এর সার্টিফিকেট বানানোর অনলাইনে আবেদন প্রক্রিয়া-
১) এর জন্য সবার আগে আপনাকে আসতে হবে https://eskillindia.org/ এই ওয়েবসাইটে,
২) এই ওয়েবসাইটে এসে আপনাকে একটা একাউন্ট বানাতে হবে তার জন্য আপনি ‘Sign Up as a New User’ এখানে ক্লিক করবেন,
৩) এরপরে আপনার সামনে একটা ফর্ম ওপেন হবে, যেখানে আপনার কিছু তথ্য যেমন আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল, জন্ম সাল, রাজ্য ফিলাপ করে, একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে নিতে হবে, এরপরে আপনার দেওয়া ইমেইল এবং ফোন নাম্বারে OTP যাবে, OTP বসিয়ে এই ইমেইল এবং ফোন নাম্বারে ভেরিফাই করে নেবেন, তাহলে এখানে আপনার একটা একাউন্ট তৈরি হয়ে যাবে ।
৪) তারপরে আবার আপনি https://eskillindia.org/ এই ওয়েবসাইটে এসে Login করবেন আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে,
৫) লগইন করার পরে আপনি অনেকগুলো পোস্ট দেখতে পারবেন যার মধ্যে Domestic Data Entry Operator English এই কোর্সটি আপনি বেছে নেবেন, এরপরে Enroll Now এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে ।
৬) Enroll Now ক্লিক করার পরে আপনাকে অন্য আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে আপনি কিছু Check Box দেখতে পাবেন এখানে আপনি টিক মার্ক করবেন, তারপরে এখানে কিছু প্রশ্ন আসবে প্রতিটি প্রশ্নের সঠিক অথবা ভুল উত্তর আপনি দিতে পারেন দিলে আপনার অ্যাসেসমেন্ট টা কমপ্লিট হয়ে যাবে।
৭) অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনি Certificate বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করলেই আপনার সার্টিফিকেট আপনি ডাউনলোড করে নিতে পারবেন।