চাকরির খবর ২৪৭ঃ যদি আপনি আয়ুষ্মান ভারত স্কিমের অধীনে আপনার স্বাস্থ্য কার্ড তৈরি করতে চান, তাহলে আজকের পোস্টটি আপনাদের জন্য। সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পের সকল সুবিধাভোগীদের জন্য একটি নতুন পোর্টাল নিয়ে এসেছে, যার সাহায্যে আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনার নাম আছে কিনা চেক করতে পারবেন।
এই নতুন সাইটে, আপনি এখন খুব সহজেই আপনার পুরো পরিবার এবং আপনার পুরো গ্রাম পঞ্চায়েতের/পৌরসভার সমস্ত সুবিধাভোগীদের নামের তালিকা পিডিএফ ফরমাটে ডাউনলোড করতে পারবেন।
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি 2011 সালে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিলেন। এই স্কিমের অধীনে, সরকার আপনাকে চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা করে দেবে বছরে। এই টাকা আপনাকে হাতে দেওয়া হবে না।চিকিৎসা করে আপনি এই টাকা খরচ করতে পারবেন।
এর জন্য, সরকার আপনাকে একটি স্বাস্থ্য কার্ড দিবে, যার মধ্যে একটি আইডি নম্বর আছে, কার্ডের মধ্যে QR কোডও আছে। এই কার্ড দিয়ে আপনি যেকোনো বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারবেন ও যে কোনো সরকারি হসপিটালে চিকিৎসা করতে পারবেন।
আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির মানুষেরা এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রায় ১০ কোটি পরিবারের প্রায় ৫০ কোটি মানুষ এই সুবিধা পাবেন। মূল উদ্দেশ্যে, কোনও পিছিয়ে পড়া পরিবার যেন এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়। এক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যার ও বয়সের কোনও লাগাম নেই। ভবিষ্যতে আয়ুষ্মান ভারত প্রকল্পে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদেরও নিয়ে আসা ভাবনা রয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন।
লিংকঃ-
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: ayushman card list check 2022-23, ayushman card checkayushman card download, ayushman bharat beneficiary list district wise, ayushman card online, ayushman card download pdf, pmjay, ayushman bharat portal, ayushman card list up .