চাকরির খবর ২৪৭ঃ
আপনার SC/ST/OBC/EWS কাস্ট সার্টিফিকেট যদি পুরানো হয়ে থাকে এবং আপনি যদি
সেটাকে নতুন এবং ডিজিটাল সার্টিফিকেট বানাতে চান, তাহলে আজকের এই
আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন ।
১) এর জন্য আপনাকে আসতে হবে এই ওয়েবসাইটে – Click Here
২) এরপর Certificate Details (Link 2) এই অপশনে ক্লিক করতে হবে,
৩)
এর পরবর্তী পেজে আপনাকে আপনার পুরানো কাস্ট সার্টিফিকেট নম্বর Old
Certificate No, কাস্ট সার্টিফিকেট ইসু করার সাল Year of Issue ,
এবং ইসু অথরিটি SDO/Issuing Authority
চুজ করে Search অপশনে ক্লিক করে, কাস্ট সার্টিফিকেট সার্চ করতে হবে,
৪)
এর পরে আপনার পুরানো কাস্ট সার্টিফিকেটের ডিটেইলস দেখাবে, এবং নতুন
ডিজিটাল সার্টিফিকেটের নম্বর দিয়ে দেবে, আপনাকে এই নম্বরটি নোট করে নিতে
হবে । যাদের এই সার্চ করার পর কিছু শো করাবে না, তাদের কি করতে হবে, নীচে
বলা হয়েছে ।
যাদের ডিটেইলস শো করেছে,
তারা নতুন সার্টিফিকেট নম্বর নিয়ে BDO বা SDO তে যেতে হবে, এবং সেখানে
কাস্ট সার্টিফিকেটের ডিপার্টমেন্টে গিয়ে, একটি আবেদন ফর্ম জমা দেবে । আবেদন
ফর্ম জমা দেবার ১ থেকে ২ মাস পর আবার BDO বা SDO তে গিয়ে,পুরানো কাস্ট
সার্টিফিকেট জমা দিয়ে নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নিয়ে আসবেন ।
যাদের ডিটেইলস শো করছে না, তাদেরও একইভাবে BDO বা SDO তে যেতে হবে, এবং সেখানে কাস্ট সার্টিফিকেটের ডিপার্টমেন্টে
গিয়ে, একটি আবেদন ফর্ম জমা দেবে । আবেদন ফর্ম জমা দেবার ১ থেকে ২ মাস পর
আবার BDO বা SDO তে গিয়ে,পুরানো কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে নতুন ডিজিটাল
কাস্ট সার্টিফিকেট নিয়ে আসবেন ।
যারা শহরে থাকেন তাদের SDO তে যেতে হবে, আর যারা গ্রামে থাকেন তাদের BDO তে যেতে হবে ।
বিদ্রঃ আমাদের
এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের
কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল
অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম
নিন।
Tags:
পুরানো কাস্ট সার্টিফিকেট থেকে কিভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পাওয়া
যায়,পুরানো কাস্ট সার্টিফিকেট থেকে কিভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করা
যায়, পুরানো কাস্ট সার্টিফিকেট থেকে কিভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করব,
ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে কিভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পাওয়া
যায়, convertold manual caste certificate to digital new caste
certificate, convert old caste certificate to new caste certificate,
convert manual caste certificate to digital caste certificate, how to
convert old manual caste certificate to digital new caste certificate,
how to convert old caste certificate to new caste certificate, how to
convert manual caste certificate to digital caste certificate, how to
download new digital caste certificate online.