Thursday, June 1, 2023

পশ্চিমবঙ্গে ২০ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ 2022 ।মাধ্যমিক পাশে আবেদন। Anganwadi Karmi Recruitment West Berngal 2022

 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2022-

বর্তমানে রাজ্যের  মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে আবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মোট 20 হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করতে চলেছে  রাজ্য সরকার।



পশ্চিমবঙ্গের মোট 23 টি জেলায় রাজ্যজুড়ে মোট 20 হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে। বিভিন্ন সময়ে জেলায় জেলায় আংশিকভাবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হয়েছে, কিন্তু বর্তমান এই সময়ে গোটা রাজ্য জুড়ে একসাথে 20 হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি  কর্মী ও সহায়িকা নিয়োগের উদ্যোগ এই প্রথম ।

অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ-

যিনি অঙ্গনারী কর্মী পদে চাকরি পাবেন তার কাজ হল সমস্ত শিশুদের প্রথম ধাপের শিক্ষাদান করা। এবং যিনি সহায়িকা পদে রয়েছেন তার কাজ হল অঙ্গনওয়াড়ি তে প্রতিদিনের খাবারের খরচ, জ্বালানিসহ বহু খুঁটিনাটি হিসাব রাখা, এবং সেইসঙ্গে শিশুদের জন্য পুষ্টিকর খাবার তৈরি করা ।

বর্তমানে রাজ্য জুড়ে মোট 576 টি আইসিডিএস প্রকল্পের মোট 1 লক্ষ 19 হাজার 419 টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে বর্তমানে 1 লক্ষ 16 হাজার 775 টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু রয়েছে, এই মুহূর্তে রাজ্য সরকারের লক্ষ্য হল নতুন কর্মী নিয়োগ করে রাজ্যজুড়ে অধিকাংশ বন্ধ থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিকে চালু করা। যাতে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা কেন্দ্র গুলি কে পুনরায় চালু করা যেতে পারে ।



অঙ্গনওয়াড়ি কর্মী শিক্ষাগত যোগ্যতা-

অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্ততপক্ষে মাধ্যমিক পাস অথবা তার সমতুল্য, সেই সঙ্গে যারা সহায়িকা পদে আবেদন করতে চাইছেন তাদের যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস। উভয় ক্ষেত্রেই কেবলমাত্র মহিলারাই আবেদনের যোগ্য।


বয়স কত লাগবে?

এই চাকরির জন্য আবেদন করতে হলে অবশ্যই বয়স কমপক্ষে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীরা (যেমন: SC/ST/OBC) সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।



বেতন কত পাবেন?

রাজ্যের অঙ্গনারী কর্মীদের বেতন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ে মিলে দিয়ে থাকেন- তবে বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি মাসে বেতন 7,250 টাকা । যার মধ্যে কেন্দ্রীয় সরকার দিয়ে থাকেন 4500 টাকা।


আবেদনের পদ্ধতি-

অঙ্গনওয়াড়ি কর্মী পদের আবেদন অফলাইনেই হয়ে থাকে। সংশ্লিষ্ট জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন, এবং আবেদনপত্র পূরণ করে নিজের ব্লক অফিসে -নির্দিষ্ট ড্রপবক্সে জমা দিতে হবে ।আবেদনপত্র টি যে খামের ভিতর পাঠাবেন সেই খামের উপর অবশ্যই লিখতে হবে: APPLICATION FOR THE POST OF Anganwadi Karmi/Anganwadi Sahayika.



নিয়োগ প্রক্রিয়া-

রাজ্য সরকারের তরফ থেকে আইসিডিএস কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের নিয়োগের দায়িত্ব দেয়া হয় প্রতিটি জেলাকে, তাই প্রতিটি জেলার ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে, তবে কোনো কোনো জেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হয়। আবার কোনো কোনো জেলায় লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে,


অঙ্গনারী কর্মী সিলেবাস-

  1.  বাংলা ভাষায় রচনা,
  2. পাটিগণিত ( অষ্টম শ্রেণী মানে),
  3. পুষ্টি জনসাস্থ সম্বন্ধে ধারণা,
  4. মহিলাদের সামাজিক অবস্থানের বিষয়ে প্রশ্ন,
  5. ইংরেজি ভাষায় অনুবাদ,
  6. সাধারণ জ্ঞান ।


কোন কোন জেলায় নিয়োগ হতে চলেছে?

  1. আলিপুরদুয়ার
  2. বাঁকুড়া             
  3. বীরভূম             
  4. কোচবিহার       
  5. দক্ষিণ দিনাজপুর
  6. দার্জিলিং          
  7. হুগলি               
  8. হাওড়া              
  9. জলপাইগুড়ি    
  10. ঝারগ্রাম           
  11. দক্ষিণ 24 পরগনা
  12. কলকাতা          
  13. কালিম্পং          
  14. উত্তর 24 পরগনা
  15. দুই মেদিনীপুর    
  16. নদীয়া।               
  17. মালদা।               
  18. মুর্শিদাবাদ            
  19. দুই বর্ধমান           
  20. পুরুলিয়া    
  21. উত্তর দিনাজপুর 

তবে অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেক জেলার পরীক্ষা একই সঙ্গে হবে না। অথবা প্রত্যেক জেলায় একই সঙ্গে নিয়োগ সংখ্যা বেরোবে না



Important Links :- 



Tags:  Icds Anganwadi Vacancy west bengal 2022, icds anganwadi recruitment 2022,icds anganwadi vacancy 2022,anganwadi recruitment west bengal 2022,icds anganwadi recruitment wb 2022,anganwadi worker recruitment wb 2022,anganwadi helper supervisor niyog,how to apply anganwadi vacancy wb,wb anganwadi recruitment form pdf download,অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2022,অঙ্গনারী চাকরি 2022,অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ ।      


    

Related Article

রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! কোন ক্ষেত্রে কত প্রার্থী নিয়োগ করা হবে? দেখুন তালিকা।

গত ৩০শে মে ২০২৩ তারিখ-মঙ্গলবার, মুখ্যমন্ত্রী এক লাইভ মিটিং-এ জানান, যে ভবিষ্যতে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শুন্যপদে চাকরি দেবেন । তার সাথে...

বন সহায়ক 2023 কাট অফ মার্ক কত আসতে পারে? Ban Sahayak 2023 Cutt Of Marks

Ban Sahayak 2023 Cutt Of Marks Ban Sahayak 2023 Cutt Of Marks:  আশা করি আপনারা বন সহায়ক পদের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন। অনেকে আবেদনও করেছেন...

বন সহায়ক পদের ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর.. Ban Sahayak Interview Suggestion 2023

Ban Sahayak Interview Suggestion: বন সহায়ক পদের ইন্টারভিউতে আসা কিছু কমন প্রশ্নের সাজেশন ও তার উত্তর বলে দেব। আশা করি এর মধ্যে থেকে কোনো...

ইন্ডিয়ান রেলে গ্রুপ C স্টাফ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে...

ইন্ডিয়ান পোষ্টে ১২ হাজার GDS নিয়োগ, মাধ্যমিক পাশে

নিয়োগকারী সংস্থা Government of lndia Ministry of Communications Department of Posts (GDS Section) NOTIFICATIONNO:No.17-31/2023-GDS Dated: 20.05.2023   গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ ২২ই মে ২০২৩ লাস্ট ডেট ১১ই জুন ২০২৩ কারেকশন...

পশ্চিমবঙ্গে ২০০০ শুন্যপদে বন সহায়ক নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন চলছে

পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের বন দপ্তরের পক্ষ থেকে ২০০০ শুন্যপদে বন সহায়ক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনি নূন্যতম অষ্টম শ্রেণী...
- Advertisment -

Most Popular