চাকরির খবর ২৪৭ঃ পশ্চিমবঙ্গের অবিবাহিত যুবক যুবতীদের জন্য বিরাট সুযোগ। আপনি কী বেকার, মাসে প্রচুর আয় করতে চান? তাহলে আপনার কাছে বিরাট সুযোগ মাসে প্রচুর আয় করার। কাজ শিখিয়ে সঙ্গে Bank থেকে মোটা অঙ্কের লোন দিয়ে বেকারদের কর্মী মুখি করার লক্ষ্যে এমন পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর । আগামী 15 মে থেকে আবাসিক হিসেবে 10 মাসের বিনামূল্যে ট্রেনিং করিয়ে প্রচুর টাকার লোন দিয়ে মাসের হাজার হাজার আয় করার সুযোগ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তর। Punjab National Bank কর্তৃক ট্রেনিং দিয়ে সরাসরি কাজের সুযোগ দিচ্ছে। রাজ্যর সমস্ত বেকার যুবক যুবতীদের বিনামূল্যে স্বনির্ভর হওয়ার 10 মাসের ট্রেনিং সহ মোটা অঙ্কের লোন দিয়ে নতুন কর্মীমূখী করার সুযোগ দিচ্ছে Punjab National Bank ।
এই ট্রেনিং নিতে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুযোগ। বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ট্রেনিং নিতে আপনার যোগ্যতা নূন্যতম হলেই হবে অর্থাৎ শুধু স্বাক্ষর যোগ্যতা থেকে যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে এই ট্রেনিং এ আবেদন করতে পারবে। এমন বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। যদি আপনি অন্য কোনো কাজের সঙ্গে জরিত থাকেন তবুও আপনি পার্ট টাইম এই কাজ করে মাসের হাজার হাজার আয় করতে পারেন।
আবেদনকারীর বয়স কত হতে হবে?
যে সকল বেকার যুবক যুবতী উক্ত ট্রেনিং নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার বয়স হতে হবে 18 বছর থেকে 35 বছরের মধ্যে। বয়স গননা করা হবে 1 এপ্রিল 2022 অনুযায়ী।
কী কী কাজের ট্রেনিং দেওয়া হবে ?
প্রাণীপালন ও প্রাথমিক চিকিৎসা , হাঁস – মুরগী ও ছাগল পালন, মৎস্য চাষ ও কৃত্রিম প্রজনন , উদ্যান বিদ্যা ( Horticulture & Nursury Management ) , কৃষি যন্ত্রপাতি মেরামত , মাশরুম চাষ , মৌমাছি পালন , খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষম ( জ্যাম , জেলী , স্কোয়াশ , আচার , কাসুন্দি , সস ইত্যাদি ) সমাজবিদ্যা কৃষি ও সংশ্লিষ্ট বিষয় বীজ উৎপাদন , মাটি পরীক্ষা , কেঁচো সার ইত্যাদি ) রঙ্গিন মাছ চাষ , বিদেশী পাখী পালন ইত্যাদির সম্মিলিত বৃত্তিমূলক বিষয় । প্রশিক্ষণটি হবে রামকৃষ্ণ মিশন নাবার্ড | এবং Punjab National Bank এর যৌথ উদ্যোগে । কৃষক পরিবারের প্রার্থীর অগ্রাধিকার । প্রশিক্ষণ শেষে উপযুক্ত প্রার্থীদের ব্যাঙ্ক থেকে ঋণ পেতে সাহায্য করা হবে । এছাড়াও বিস্তারিত বিবরণ পাবেন Website : www.rkmsssm.org এই ওয়েবসাইটে ।
কীভাবে আবেদন করবেন তা নিচে উল্লেখ করা হল :
যে সকল বেকার যুবক যুবতী উক্ত ট্রেনিং এ অংশগ্রহণ করতে চান তাহলে আপনি সরাসরি অফলাইনের মাধ্যমে সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসে জমা করতে হবে। আবেদন পত্র পাওয়া যাবে 1 মার্চ থেকে 30 শে এপ্রিল পর্যন্ত। আবেদন পত্র পাওয়া যাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এবং অফিসিয়াল ওয়েবসাইটেও আবেদন পত্র পেয়ে যাবেন। আবেদন পত্র অফলাইনের মাধ্যমে জমা করতে হবে।
এছাড়াও যে সকল প্রার্থী গ্রামীণ দরিদ্র পরিবার (Rural Poor/BPL) প্রার্থীদের এই ট্রেনিং এ অগ্রাধিকার দেওয়া হবে।
স্বনিযুক্তিতে উৎসাহী অবিবাহিত যুবকগণ নীচের ঠিকানায় যোগাযোগ করুন :
রামকৃষ্ণ মিশন সমাজ সেবক শিক্ষণ মন্দির পোস্ট – বেলুড়মঠ , জেলা – হাওড়া-711202 দূরভাষ (033)26548909 ( সকাল 10 টা হতে বিকাল 5 টা ) Website : https://www.rkmsssm.org