Friday, June 2, 2023

দুয়ারে আধার পরিষেবা 2022| আধারের সব কাজ করুন বাড়ির কাছেই | Duare Aadhaar Scheme In West Bengal 2022

 রাজ্য সরকার এবার বাংলা সহায়তা কেন্দ্রে (বিএসকে) আধার পরিষেবা চালু করছে। নবান্ন সূত্রের খবর, প্রাথমিকভাবে ১,৬১৮টি বিএসকে এই পরিষেবা দেবে। এই কেন্দ্রগুলিতে নতুন আধার কার্ড তৈরির পাশাপাশি ভুল সংশোধনের কাজও চলবে। পরিষেবা শুরু হচ্ছে ১৫ জুলাই থেকে। 



এই পরিষেবার জন্য ইতিমধ্যেই রাজ্য ও ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিআই) মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। রাজ্যের বিএসকেগুলির পরিকাঠামো যথেষ্ট ভালো। এবার আধার পরিষেবার জন্য প্রয়োজনীয় জিপিএস লিঙ্কিংয়ের ব্যবস্থাও তাড়াতাড়ি করা হবে। বিএসকেগুলিতে ফিঙ্গার স্ক্যানার, আইরিস স্ক্যানার-সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত লাগিয়ে ফেলার কাজও চলছে।



এই মুহূর্তে রাজ্যে বিএসকে-র সংখ্যা ৩,৫৬১। প্রতিটি কেন্দ্রে কর্মরত আছেন দু’জন। ধীরে ধীরে সব বিএসকেতেই এই পরিষেবা চালু হবে। অর্থাৎ, বিএসকে আছে রাজ্যের প্রতি ব্লকে কম-বেশি ১০টি করে। তাই আধার পরিষেবা বাড়ির নিকটবর্তী এলাকাতেই মিলবে।   



তবে বেশকিছু এলাকায় এখনও বিএসকে নেই। সেই জায়গাগুলি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে বিনামূল্যে অনলাইনের মাধ্যমে রাজ্যের প্রকল্পগুলির বিভিন্ন পরিষেবা দিতেই দু’বছর আগে বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়। সাম্প্রতিককালে বিএসকে-তে বিদ্যুৎ বিল জমার পরিষেবা চালু হয়েছে। তাতে মোট বিলের উপর ১ শতাংশ ছাড়ও দিচ্ছে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি। বিএসকেগুলির মাধ্যমে এখনও পর্যন্ত ৫ কোটি ১১ লক্ষ মানুষ পরিষেবা নিয়েছেন। প্রদত্ত নানা ধরনের পরিষেবার সংখ্যাও যথেষ্ট—৭ কোটি ৭০ লক্ষ। বিএসকেগুলির কাজ আরও উন্নত করতে রাজ্য স্তরে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গড়া হয়েছে। মে মাসেই কাজ শুরু করেছে এই ইউনিট। 



Main Article Link: Click Here



বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags: Duare Aadhaar Scheme In West Bengal, দুয়ারে আধার পরিষেবা 2022, duare sarkar aadhar card update, aadhar card service in duare sarcar camp, duare aadhaar scheme in west bengal 2022, duare aadhaar scheme in west bengal pdf,duare aadhaar scheme in west bengal 2022,duare aadhaar scheme in west bengal 2022,duare aadhaar scheme in west bengal pdf download, Duare Aadhaar Scheme, Duare Aadhaar, Duare Aadhaar poriseba, Duare Aadhaar prakalpo.



Related Article

ই-শ্রম কার্ডের ব্যালান্স কিভাবে চেক করবেন ? অনলাইনে ফোন থেকে চেক করুন

আপনাদের কাছে কি ই-শ্রম কার্ড আছে যদি থেকে থাকে তাহলে আপনি আপনার ই-শ্রম কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন? অথবা আপনি কিভাবে দেখতে পাবেন কেন্দ্র...

ই-শ্রম কার্ড থাকলে, প্রতিমাসে ৫০০/- টাকা পাবেন.. ভরণ পোষন যোজনা 2023

আপনার কাছে কি কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ড আছে? যদি না থাকে তাহলে এক্ষুনি বানিয়ে নিন, কারন এবার থেকে মাসে মাসে ৫০০ টাকা করে কেন্দ্র...

ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মমতা – 3.5 লক্ষ টাকার ছাড়

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প  আপনি যদি বেকার হয়ে থাকেন, এবং নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে...

বাংলার আবাস যোজনা 2023। নতুন ঘরের জন্য আবেদন করুন শহর ও গ্রামে ।

বাংলার আবাস যোজনা (BAY) এর মূল উদ্দেশ্য হল, দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি...

প্রধানমন্ত্রীর PM-WANI যোজনায় করুন আবেদন এবং বাড়িতে বসেই WIFI দিয়ে মাসে রোজগার করুন ২০,০০০ টাকারও বেশি।

ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবের পর, এখন ভারত সরকার ওয়াইফাই বিপ্লব আনতে চলেছে। বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর...

পশ্চিমবঙ্গের লক্ষাধিক মহিলাদের চাকরি দেবে মমতা, উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালু

বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো সম্প্রতি রাজ্য সরকার দ্বারা চালু হওয়া একটি বিশেষ প্রকল্প নিয়ে। এখন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাই নয়, এবার রাজ্যের...
- Advertisment -

Most Popular