চাকরির খবর ২৪৭ঃ পশ্চিমবঙ্গ সরকারের নতুন নিয়ম অনুযায়ী, যাদের জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই, তারা আর ১০০ দিনের কাজ করতে পারবেন না । আপনি আপনার আধার নম্বর জব কার্ডের সাথে কিভাবে লিঙ্ক করবেন? আদৌ আপনার জব কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক আছে কিনা কিভাবে চেক করবেন? সমস্ত কিছু আজকের এই আর্টিকেলে বলে দেব ।
নতুন নিয়ম কি?
সরকারের নতুন নিয়ম অনুযায়ী বায়োমেট্রিকট (আঙুলের ছাপ) ছাপের মাধ্যমে ১০০দিনের কাজের হাজিরা ঠিক হবে । অর্থাৎ, আপনি ১০০ দিনের কাজে গেলেন সেখানে আধিকারিক আপনার আঙুলের ছাপ নিয়ে তবেই কাজে ঢোকাবে, এবং আপনার হাজিরা গন্য করবে । এর জন্য প্রয়োজন আপনার জব কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করা । ১০০ দিনের কাজে যাতে দুর্নীতি না হয়, এবং সঠিক লোকের কাছে যাতে কাজের পারিশ্রমিক পৌঁছায় তার জন্যি চালু করা হয়েছে এই নতুন নিয়ম ।
আপনার জব কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক আছে কিনা কিভাবে চেক করবেন?
১) এর জন্য আপনাকে আসতে হবে https://nrega.nic.in/Nregahome/ এই ওয়েবসাইটে,
২) এখানে আপনি ‘Reports’ অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন,
৩) এর পরবর্তী পেজে আপনাকে একটা ক্যাপচা কোড সলভ করে, সাবমিট করতে হবে,
৪) তার পরবর্তী পেজে Financial Year(2022-23) এবং State Name(West Bengal) বেছে নেবেন,
৫) এর পরে আপনার সামনে অনেক অপশন চলে আসবে, যার মধ্যে ‘R1. Beneficiary Detail’ অপশনের মধ্যে ‘3’ নম্বর অপশন ‘Total No. of Aadhaar Nos. Entered for MGNREGA’ এটিতে ক্লিক করবেন,
৫) তারপরে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার নাম দেখতে পাবেন, এখানে থেকে আপনার জেলা বেছে নেবেন, তারপর একইভাবে আপনার ব্লক ও গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাবেন । এবং আপনার পঞ্চায়েতে টোটাল কতজনের জব কার্ড আছে, তার মধ্যে কত জনের আধার নম্বর লিংক আছে ও কতজনের আধার নম্বর লিঙ্ক নেই, সব কিছু দেখতে পাবেন ।
কিন্তু এখানে এক্সাক্টলি কার কার জব কার্ডে আধার লিঙ্ক আছে, আপনার জব কার্ডে আধার লিঙ্ক আছে কিনা সেটা দেখতে পাবেন না । এর জন্য আপনার পঞ্চায়েতে যেতে হবে, এবং সেখানে জব কার্ডের নম্বর দিয়ে চেক করে তবেই জানতে পারবেন ।
জব কার্ডের সাথে কিভাবে আধার নম্বর লিঙ্ক করবেন?
বর্তমানে আপনাকে এটি অফলাইনে করতে হবে, অনলাইনে এই সুবিধা এখনও চালু হয়নি । আপনার জব কার্ড ও আধার কার্ডের জেরক্স নিয়ে পঞ্চায়েতে যেতে হবে, সেখান থেকে একটি ফর্ম দেবে, সেটা ফিলাপ করে জমা দিলে আপনার জব কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক হয়ে যাবে ।
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: job card and aadhar card link form, how to link aadhaar with job card, aadhar link to job card, Job Card And Aadhar Card Link 2022-23, Job Card And Aadhar Card Link in west bengal, job card link with aadhar card west bengal, mgnrega aadhaar card link, job card link with aadhar card form, consent form for aadhaar card link with job card under mgnrega, job card aadhaar link west bengal, job card consent form pdf, job card consent form annexure b.