Friday, June 2, 2023

কেন্দ্র সরকারের 15 লক্ষ চাকরির ট্রেনিং 2022 ।। মাধ্যমিক পাশে আবেদন ।। Central Govt Apprentice Training 2022

 চাকরির খবর ২৪৭ঃ কেন্দ্র সরকার বেকার ছেলেমেয়েদের এপ্রেন্টিস ট্রেনিং দিয়ে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে । যেকোন শিক্ষাগত যোগ্যতায় আপনি এখানে ট্রেনিং নিয়ে এবং কাজ শিখে চাকরি পেতে পারেন, এমনকি নিজের ব্যবসাও করতে পারেন ।

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকরির খবর ২৪৭ এই App টিকে ডাউনলোড করুন।



পদের নামঃ এপ্রেন্টিস ।


কি কি পদে ট্রেনিং দেওয়া হচ্ছে?

এখানে বিভিন্ন পদে ট্রেনিং দেওয়া হয় । বর্তমানে এখানে নীচের এই সমস্ত পদে সারা ভারতে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেমনঃ 


Domestic Data Entry Operator V 2.0

  • Computer Operator And Programming Assistant
  • Electrician
  • Wireman
  • Fitter
  • Pick And Place Assembly Operator
  • Assistant Lab Technician – Food And Agricultural Commodities
  • Machinist
  • Cnc Operator/machining Technician L3
  • Rubber – Pneumatic Tyre Moulding Technician
  • Retail Sales Associate – V2
  • Mechanical Fitter
  • Automotive Quality Control Inspector


বর্তমানে পশ্চিমবঙ্গে কি কি পদে ট্রেনিং দেওয়া হচ্ছে?

  • Fitter – Mechanical Assembly
  • Fitter
  • Sewing Machine Operator – Knits (Amh/q0305)
  • Store Assistant-life Sciences
  • Telesales Executive-life Sciences
  • Packer
  • Computer And Peripherals Hardware Repair And Maintenance Mechanic
  • Office Operations Executive (Back Office)
  • Mechanic Electrical Instruments
  • Crm Domestic Voice V2
  • Mechanic Refrigeration And Air Conditioning
  • Retail Trainee Associate
  • Welder (Gas & Electric)
  • Apprentice Food And Beverage Service (Stewardship)


এছাড়াও আরও বিভিন্ন পদ রয়েছে । আপনি ওয়েবসাইট থেকে দেখে নেবেন ।



শিক্ষাগত যোগ্যতাঃ

পদ অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা । যেমন ITI ট্রেডে এপ্রেন্টিস ট্রেনিং নেবার জন্য আপনাকে ITI পাশ করতে হবে । তেমনই নন-টেকনিক্যাল পদগুলিতে আপনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন । আবেদন করার সময় কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সেটা দেখে নিয়ে আবেদন করবেন ।


বয়সঃ

নূন্যতম ১৫ বছর বয়স হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন ।


ট্রেনিং এর মেয়াদঃ

১২ মাস ১৫ মাস ও ২৪ মাসের ট্রেনিং এখানে দেওয়া হয় ।



স্টাইপেন্ডঃ

এপ্রেন্টিস ট্রেনিং এর নিয়মানুসারে আপনি স্টাইপেন্ড পাবেন । মাসে ৭,০০০/- টাকা থেকে ১২,০০০/- টাকার মধ্যে পদ হিসেবে স্টাইপেন্ড পাবেন ।


চাকরিঃ

এপ্রেন্টিস ট্রেনিং করার পরে আপনাকে ১০০% চাকরি দেবে এমন কোন গ্যারান্টি নেই । ট্রেনিং কমপ্লিট হবার পর আপনি সার্টিফিকেট পাবেন, এবং ট্রেনিং সংস্থা ক্যাম্পেনিং এর ব্যবস্থা করবে। এছাড়াও বিভিন্ন প্রাইভেট কোম্পানির সাথে টাই-আপ করে আপনাকে চাকরির ব্যবস্থা করে দেবে । কিন্তু আপনি চাকরি পাবেন কিনা, সেটা নির্ভর করে আপনার ইন্টারভিউ এবং যোগ্যতার উপর ।


আবেদন পদ্ধতিঃ

আপনাকে এখানে অনলাইনে আবেদন করতে হবে । প্রথমে আপনাকে লোকেশন বেছে নিতে হবে (যদি আপনি পশ্চিমবঙ্গের মধ্যে ট্রেনিং নিতে চান, তাহলে আপনাকে West Bengal স্টেট বেছে নিতে হবে ) এবং তারপর আপনি দেখতে পাবেন আপনার বেছে নেওয়া লোকেশন বর্তমানে কোন কোন পদে ট্রেনিং দেওয়া হচ্ছে । সেই লিস্ট থেকে আপনি আপনার পছন্দের ট্রেনিং নেয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ।


Important Links:- 



বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags:  ek paribar ek chakri apply online, apprentice training 2022,  apprentice training online apply 2022, west bengal ek paribar ek chakri apply 2022,           

Related Article

রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! কোন ক্ষেত্রে কত প্রার্থী নিয়োগ করা হবে? দেখুন তালিকা।

গত ৩০শে মে ২০২৩ তারিখ-মঙ্গলবার, মুখ্যমন্ত্রী এক লাইভ মিটিং-এ জানান, যে ভবিষ্যতে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শুন্যপদে চাকরি দেবেন । তার সাথে...

বন সহায়ক 2023 কাট অফ মার্ক কত আসতে পারে? Ban Sahayak 2023 Cutt Of Marks

Ban Sahayak 2023 Cutt Of Marks Ban Sahayak 2023 Cutt Of Marks:  আশা করি আপনারা বন সহায়ক পদের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন। অনেকে আবেদনও করেছেন...

বন সহায়ক পদের ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর.. Ban Sahayak Interview Suggestion 2023

Ban Sahayak Interview Suggestion: বন সহায়ক পদের ইন্টারভিউতে আসা কিছু কমন প্রশ্নের সাজেশন ও তার উত্তর বলে দেব। আশা করি এর মধ্যে থেকে কোনো...

ইন্ডিয়ান রেলে গ্রুপ C স্টাফ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে...

ইন্ডিয়ান পোষ্টে ১২ হাজার GDS নিয়োগ, মাধ্যমিক পাশে

নিয়োগকারী সংস্থা Government of lndia Ministry of Communications Department of Posts (GDS Section) NOTIFICATIONNO:No.17-31/2023-GDS Dated: 20.05.2023   গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ ২২ই মে ২০২৩ লাস্ট ডেট ১১ই জুন ২০২৩ কারেকশন...

পশ্চিমবঙ্গে ২০০০ শুন্যপদে বন সহায়ক নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন চলছে

পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের বন দপ্তরের পক্ষ থেকে ২০০০ শুন্যপদে বন সহায়ক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনি নূন্যতম অষ্টম শ্রেণী...
- Advertisment -

Most Popular