চাকরির খবর ২৪৭ঃ পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে নতুন একটি প্রকল্প চালু করলেন যার নাম কর্মতীর্থ । এই প্রকল্পে বেকার ছেলেমেয়ে আবেদন করে একটা রোজগারের ব্যবস্থা করে নিতে পারবেন বিনামূল্যে ।চলুন বিস্তারিত জেনে নিই বিস্তারিত ।
সুবর্ণ সুযােগ। কর্মতীর্থে বিনামূল্যে স্টল নিয়ে শুরু করুন নিজস্ব উদ্যোগ ।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যজুড়ে তৈরি হওয়া কর্মতীর্থ’ গুলিতে বিনামূল্যে বাণিজ্যিক স্টল/অফিস নেওয়ার জন্য আবেদন করতে আহ্বান জানানাে হচ্ছে।
কর্মতীর্থগুলি যে যে কাজে ব্যবহার করা যাবে, তা হল
- ক্ষুদ্র ও ছােট শিল্পোদ্যোগী/রেডিমেড পােশাক (ব্যক্তি অথবা ক্লাস্টার) নির্মাতা/স্বনির্ভর গােষ্ঠী/সমবায় বা শিল্প সমবায় সমিতি- এদের যে কোনও বাণিজ্যিক উৎপাদন বা বিক্রির কাজের জন্য,
- কোনও ক্লাস্টার/স্বনির্ভর গােষ্ঠী/সমবায় সমিতি/শিল্প সমবায় সমিতি/গ্রামীণ স্ব-উদ্যোগী সংস্থা- এদের অফিস ঘরের জন্য,
- কোনও দাহ্য এবং বিস্ফোরক বস্তু কর্মতীর্থে রাখা যাবে না।
আবেদন পদ্ধতিঃ
নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র শুধুমাত্র কর্মতীর্থ পাের্টালে অনলাইনে (www.wbkarmatirtha.org) অথবা, অফলাইনে মুখবন্ধ খামে ভরে ব্লক ডেভলপমেন্ট অফিসারকে জমা দিতে হবে। আবেদনপত্র ওয়েবসাইট থেকে ডাউনলােড করা যাবে অথবা সরাসরি বিডিও অফিস থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখঃ
শেষ তারিখ ছিল ২৪ ডিসেম্বর, ২০২১, তবে করোনার জন্য লাস্ট ডেট বাড়ানো হয়েছে, এখনও আবেদন চলছে । যাঁরা ইতিমধ্যেই কর্মতীর্থ-এ স্টল /অফিস পেয়ে গিয়েছেন তাঁদের আর আবেদন করার প্রয়ােজন নেই।
যে কোনও গ্রামীণ শিল্পোদ্যোগী/তাঁতি বা হস্তশিল্পী/ স্বনির্ভর গােষ্ঠী/সমবায় সংস্থা আবেদন করতে পারবেন এই বিপণন ও পরিকাঠামােগত সুবিধা পেতে।
ক্ষুদ্র, ছােট এবং মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার ।
Important Links:-
- প্রত্যেক জেলায় কর্মতীর্থগুলিতে কোথায় কত ফাঁকা স্টল আছে, তা জানা যাবে এই নোটিশ ডাউনলোড করেঃ Download
- আবেদন ফর্মঃ Download
- অফিশিয়াল ওয়েবসাইটঃ Click Here
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: Karmatirtha Prakalpa, Karmatirtha Prakalpa 2022, West Bengal Karmatirtha Prakalpa 2022, How to apply in Karmatirtha Prakalpa, how to register in amar karmadisha,amar karmadisha,amar karma disha scheme,era friend,karmatirtha apply online,west bengal,karmatirtha portal,new prokolpo in west bengal,karmatirtha application form pdf,karmatirtha prakalpa,karmatirtha scheme,কর্মতীর্থ,karmatirtha apply 2022,karmatirtha prakalpa apply online,how to apply karmatirtha prakalpa 2022,karmatirtha prakalpa details in bengali,wb karma sathi prakalpa,karma sathi prakalpa 2022,