চাকরির খবর ২৪৭ঃ দপ্তরের বাইরের সাধারণ মানুষকে দিয়ে কাজ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। এবার সেই কাজ শুরু করে দিল ভারতীয় ডাকবিভাগের আওতায় থাকা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। চলতি আর্থিক বছরে দেশজুড়ে ৫০ হাজারের উপর বিজনেস করেসপন্ডেন্ট বা ব্যবসা সহায়ক নিয়োগ করা হবে।
এই অর্থবর্ষের প্রথম ছ’মাসে, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই পশ্চিমবঙ্গে নিয়োগ হবে আড়াই হাজার। তাঁরা কমিশনের ভিত্তিতে কাজ করবেন। দেশে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক বা আইপিপিবি’র প্রায় সাড়ে পাঁচ কোটি গ্রাহক রয়েছেন। বিভিন্ন পরিষেবা নিয়ে তাঁদের কাছে আরও বেশি করে পৌঁছতেই এই উদ্যোগ নিচ্ছে ডাকবিভাগ। যেভাবে ব্যাঙ্কের বিজনেস করেসপন্ডেন্টরা পরিষেবা দিয়ে থাকেন, সেই ধাঁচেই শুরু হবে এই পরিষেবা।
অ্যাকাউন্ট খোলা বা অন্যান্য সঞ্চয় প্রকল্প চালু করা ছাড়াও এখন বেশ কিছু পরিষেবা দিচ্ছে আইপিপিবি। সেই তালিকায় আছে আধারের সঙ্গে মোবাইল ফোন ও ই-মেল সংযোগ, শিশুদের আধার, বিভিন্ন সংস্থার গৃহ ঋণ ও গাড়ি ঋণ প্রকল্প বিক্রি, স্বাস্থ্য বিমা পলিসি বিক্রি, আধার সংযোগের মাধ্যমে লেনদেন, টাকা বা ফান্ড ট্রান্সফার প্রভৃতি। এই কাজগুলি মূলত করে থাকেন গ্রামীণ ডাকসেবক ও পোস্টম্যানরা। পশ্চিমবঙ্গে প্রায় আড়াই হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই কাজ করার জন্য।
তাঁরা যেমন এই কাজগুলি করবেন, তেমনই বিজনেস করেসপন্ডেন্টদেরও এই কাজের অনুমতি দেওয়া হবে। ডাকবিভাগ সূত্রে খবর, প্রথমেই আধার সংক্রান্ত পরিষেবার দায়িত্ব দেওয়া হবে না এই কর্মীদের। তাঁরা ঋণ প্রকল্প ও বিমা প্রকল্পগুলি বিক্রি করবেন। ধাপে ধাপে তাঁদের আধার সংক্রান্ত কাজ করার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে বায়োমেট্রিক সুবিধা দিতে ডিভাইস দেওয়া হবে।
আইপিপিবি এই কাজের জন্য যাঁদের নিয়োগ করবে, তাঁদের পাঁচ হাজার টাকা জমা রাখতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে। এই টাকা ফেরতযোগ্য। পাশাপাশি প্রসেসিং ফি বাবদ প্রায় ১ হাজার ১০০ টাকা জমা করতে হবে, যা ফেরত পাওয়া যাবে না। ১৮ বছর বয়স হলেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় এই কাজের সুযোগ পাবেন যে কেউ। তবে কাজের মান সঠিক না হলে সংশ্লিষ্ট কর্মীর লাইসেন্স বাতিল করার অধিকার থাকবে ব্যাঙ্কের।
ইতিমধ্যেই ভারতীয় ডাকবিভাগ প্রায় ৩৮ হাজার গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগের কথা ঘোষণা করেছে। তাহলে কেন নতুন করে ব্যবসায়িক প্রতিনিধি নিয়োগের কাজ শুরু হচ্ছে? ডাকবিভাগের কর্তারা বলছেন, আইপিপিবি’র উপর আরও বেশি করে আর্থিক পরিষেবা সংক্রান্ত দায়িত্ব দেওয়া হতে পারে। কারণ ইতিমধ্যেই এই ব্যাঙ্ক ঢেলে সাজতে ৮২০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। অন্যদিকে পোস্ট অফিসে কাজের দিনে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ চলে। ব্যবসা সহায়ক বা প্রতিনিধিরা দিনের যে কোনও সময় এই কাজ করতে পারবেন। তাতে ব্যবসা বাড়বে ব্যাঙ্কের।
Article Source: Bartaman Patrika
Tags: Indian Post Payment Bank 50 Hajar Vacancy 2022, Indian Post Payment Bank Vacancy 2022 , কমিশনের ভিত্তিতে এবার ৫০ হাজার ব্যবসা সহায়ক নিয়োগ করবে ইন্ডিয়ান পোষ্ট পেমেন্টস ব্যাঙ্ক, ndia post payment bank recruitment 2022, india post payment bank csp registration, india post payments bank, indian post payment bank account opening, india post payment bank balance check, india post payment bank near me, indian post payment bank login, india post payment bank app.