Friday, June 2, 2023

কন্যা সন্তান জন্মালেই ১১ হাজার টাকা দেবে এই সংস্থা, জেনে নিন কী করতে হবে?

চাকরির খবর ২৪৭বহুদিন ধরেই সমাজে নারী-পুরুষের সমানুপাত বজায় রাখার জন্য কাজ করছে জেনেক্স নামক এক সংস্থা। কন্যা সন্তান জন্মালেই ১১ হাজার টাকার ফিক্সড ডিপোজিট দেবে, এমনই ঘোষণা করল জেনেক্স। বাল বিকাশ কার্যক্রম- কে এগিয়ে নিয়ে যেতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাল সংস্থাটি। তাছাড়া দেশে পুরুষ ও নারীর অনুপাত সমান রাখার ক্ষেত্রেও তাদের এই পদক্ষেপ কার্যকারী ভূমিকা নিতে পারে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার।



সংস্থার তরফে জানানো হয়েছে, যেসব অভিভাবকরা সংগঠনের ওয়েবসাইটে গিয়ে তাঁদের কন্যা সন্তানের নাম নথিভুক্ত করবেন, তাঁরাই ১১ হাজার টাকা ফিক্সড ডিপোজিট -এর সুবিধা পাবেন।  সংস্থার তরফে জানানো হয়েছে, ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে এবং এই সুবিধা ভোগ করার জন্য কাউকেই কোনও খরচ করতে হবে না। শুধুমাত্র  www.genexchild.com ওয়েবসাইটে গিয়ে সদ্যোজাত কন্যা সন্তানের নাম নথিভুক্ত করতে হবে।



জেনেক্স বলছে, দেশের সব মেয়ে যাতে ১৮ বছর বয়স হলে নিজেদের টাকায় উচ্চ শিক্ষা লাভ করতে পারে, তাই এমন পদক্ষেপ। ১৮ বছর হওয়ার পর কোনও মেয়ে ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে সেই টাকা নিজেদের শিক্ষা বা ব্যবসা অথবা বিয়ের জন্য ব্যবহার করতে পারবে। জেনেক্স-এর কর্ণধার পঙ্কজ গুপ্ত বলেছেন, ”আমরা দেড় লাখ নেটওয়ার্ক পার্টনারের সঙ্গে মিলে এই কার্যক্রমের ঘোষণা করেছি। আমাদের কাছে এটা গর্বের ব্যাপার। পরের প্রজন্মকে আত্মনির্ভর করে তোলার জন্য আমাদের এই প্রয়াস সার্থক হবে বলে আশা করছি। আর এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কোনও ফরেন ফান্ডিং নেই। এমনকী অভিভাবকদের থেকেও আমরা একটা টাকাও নেব না।



কি কি নথি প্রয়োজন এই ফিক্সড ডিপোজিটের জন্য আবেদনের ক্ষেত্রে-

১. কন্যা সন্তানের পিতা, মাতার নাম আধার নম্বর

২. মাতার এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো

৩. একটি কার্যকরী ইমেইল অ্যাড্রেস

৪. একটি কার্যকরী মোবাইল নম্বর

৫. কন্যা সন্তানের জন্ম সার্টিফিকেট

৬. কন্যা সন্তানের ছবি



কিভাবে আবেদন করবেন?

১. Genex এর অফিসিয়াল ওয়েবসাইট www.genexchild.com এ যেতে হবে।

২. এই ওয়েসাইটে আপনি Register তে ক্লিক করুন।

৩. এরপর আপনার সামনে ফর্ম চলে আসবে আপনাকে সঠিক ভাবে গোটা ফর্মটি পূরন করতে হবে।



জেনেক্সের তরফে জানানো হয়েছে, এসবের পাশাপাশি কন্যা সন্তানের ছবিও আপলোড করতে হবে।


Related Article

ই-শ্রম কার্ডের ব্যালান্স কিভাবে চেক করবেন ? অনলাইনে ফোন থেকে চেক করুন

আপনাদের কাছে কি ই-শ্রম কার্ড আছে যদি থেকে থাকে তাহলে আপনি আপনার ই-শ্রম কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন? অথবা আপনি কিভাবে দেখতে পাবেন কেন্দ্র...

ই-শ্রম কার্ড থাকলে, প্রতিমাসে ৫০০/- টাকা পাবেন.. ভরণ পোষন যোজনা 2023

আপনার কাছে কি কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ড আছে? যদি না থাকে তাহলে এক্ষুনি বানিয়ে নিন, কারন এবার থেকে মাসে মাসে ৫০০ টাকা করে কেন্দ্র...

ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মমতা – 3.5 লক্ষ টাকার ছাড়

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প  আপনি যদি বেকার হয়ে থাকেন, এবং নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে...

বাংলার আবাস যোজনা 2023। নতুন ঘরের জন্য আবেদন করুন শহর ও গ্রামে ।

বাংলার আবাস যোজনা (BAY) এর মূল উদ্দেশ্য হল, দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি...

প্রধানমন্ত্রীর PM-WANI যোজনায় করুন আবেদন এবং বাড়িতে বসেই WIFI দিয়ে মাসে রোজগার করুন ২০,০০০ টাকারও বেশি।

ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবের পর, এখন ভারত সরকার ওয়াইফাই বিপ্লব আনতে চলেছে। বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর...

পশ্চিমবঙ্গের লক্ষাধিক মহিলাদের চাকরি দেবে মমতা, উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালু

বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো সম্প্রতি রাজ্য সরকার দ্বারা চালু হওয়া একটি বিশেষ প্রকল্প নিয়ে। এখন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাই নয়, এবার রাজ্যের...
- Advertisment -

Most Popular