চাকরির খবর ২৪৭ঃ এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে অনলাইনে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে । এই প্রকল্পে কি? কি সুবিধা পাবেন? কি করে আপনি এই প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করবেন? সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তাই এই আর্টিকেলটা আপনার সম্পূর্ণ পড়বেন
এক দেশ এক রেশন কার্ড প্রকল্প টা আসলে কি এবং কি কি সুবিধা?
যদি কোন ব্যক্তি পশ্চিমবঙ্গের বাইরে থাকেন এবং সে যেই রাজ্যে থাকেন সেই রাজ্যে রেশন তুলতে চান তাহলে তাকে এই এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের নাম নথিভুক্ত করতে হবে।
আপনি ধরুন পশ্চিমবঙ্গের বাইরে উত্তরপ্রদেশে বসবাস করছেন তাহলে আপনি উত্তরপ্রদেশের যেকোন রেশন শপ থেকে আপনার রেশন কার্ড দিয়ে রেশন মাল তুলতে পারবেন ।
তো কিভাবে অনলাইনে আপনার নাম নথিভূক্ত করবেন?
1) তো এর জন্য সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ‘Mera Ration’ অ্যাপ অথবা এই লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারেন: Download ।
কিভাবে চেক করবেন আপনার রেশন কার্ড এলিজিবল কিনা এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য?
2) ‘Mera Ration’ অ্যাপটা ওপেন করবেন, হোমপেজে 6 নাম্বার অপশন আছে ‘Eligibility Criteria’ আপনাকে সেখানে ক্লিক করতে হবে,
3) এর পরে আপনি আপনার রেশন কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার বসিয়ে ‘Submit’ এ ক্লিক করবেন,
4) এর পরবর্তী পেজে আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন এবং ‘Remark’ সেকশনে দেখতে পাবেন দ্বিতীয় অপশন ‘IMPDS Availibility’ এইখানে স্ট্যাটাস যদি ‘Yes’ থাকে তার মানে আপনি নাম রেজিস্ট্রেশন করার জন্য এলিজিবল ।
রেজিস্ট্রেশন পদ্ধতিঃ
5) ‘Mera Ration’ অ্যাপে হোমপেজে প্রথম অপশন দেখতে পাবেন ‘Registration’ আপনি এখানে ক্লিক করবেন,
6) এরপরে আপনি এখানে আপনার রেশন কার্ড নাম্বার বসিয়ে ‘Submit’ অপশনে ক্লিক করবেন,
7) এরপরে আপনার রেশন কার্ডের ডিটেলস শো করবে, এবং আপনার ফ্যামিলিতে যতজনের রেশন কার্ড রয়েছে তার লিস্ট আপনি দেখতে পাবেন । এরপর এই লিস্টের মধ্যে আপনার পরিবারের যে সদস্যের নাম নথিভুক্ত করতে চান সেই সদস্যের নামের পাশে বক্সের এ ক্লিক করে সিলেক্ট করে নেবেন, এবং তারপরে নিচে আছে মাইগ্রেশন ডিটেলস এখানে ক্লিক করবেন এরপর আপনার পরিবারের সদস্য যেই স্টেটে থাকে সেই স্টেটের ঠিকানা এখান থেকে আপনাকে চুজ করতে হবে মোবাইল নাম্বার দিতে হবে এবং তারপরে সাবমিট এ ক্লিক করতে হবে।
8) তাহলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এবং এখান থেকে একটা স্লিপ পাবেন সেই স্লিপ টা প্রিন্ট আউট করে রেখে দেবেন, কারণ সেই স্লিপ দিয়েই আপনাকে রেশন মাল তুলতে হবে।
আপনি কত রেশন মাল পাবেন সেটা কিভাবে দেখবেন?
9) তার জন্য ‘Mera Ration’ অ্যাপে হোম পেজ আসবে এবং এখানে দ্বিতীয় অপশন ‘Know Your Entitlement‘ এখানে ক্লিক করবেন তারপর আপনার রেশন কার্ড অথবা আধার কার্ডের নাম্বার বসিয়ে সাবমিট করবেন তাহলে দেখতে পাবেন আপনার রেশন কার্ডের জন্য কত রেশন দ্রব্য বরাদ্দ করা হয়েছে।
10) ‘My Transaction’ অপশনে আপনি দেখতে পাবেন আপনি এতদিন পর্যন্ত কত রেশন মাল তুলেছেন আপনার রেশন কার্ড থেকে সেই সমস্ত ট্রানজেকশন হিস্টরি আপনি এখানে দেখতে পারবেন।
11) ‘Nearby Ration Shop’ অপশন আপনি দেখতে পাবেন আপনার আশেপাশে কোথায় কোথায় রেশন দোকান রয়েছে।
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: One Nation, One Ration Card Online Registration 2022, One Nation, One Ration Card Online Registration, ek desh ek ration card registration online, ek desh ek ration card registration online 2022, ration card apply online one nation one ration card app one nation one ration card benefits one nation one ration card status one nation one ration card how to apply one nation one ration card online apply, online apply one nation one ration card, one nation one ration card apply online, one nation one ration card, one nation one ration card benefits .