Thursday, June 1, 2023

ই-শ্রম কার্ড E-KYC করুন আজই 2023.. EShram Card E-KYC Start Online 2023

চাকরির খবর ২৪৭ঃ  নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে E-sharm Card E-Kyc শুরু হয়ে গেছে | সেই জন্য যারা যারা শ্রমিক তাদেরকে কিন্তু সবাইকে E-sharm Card-এ E-Kyc অবশ্যই করতে হবে।



আপনি যদি E-Kyc না করেন তাহলে কিন্তু 2023 সাল থেকে যে sharm Card -এ যে 1000 টাকা করে দেওয়া হবে সেটা কিন্তু আপনি পাবেন না । সেই জন্য যারা যারা শ্রমিক তাদেরকে সবাইকে E-Kyc অবশ্যই করতে হবে।


আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো-

1. E-sharm Card কি?

2. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

3. কাদের কাদের E-Kyc করতে হবে?

4. কিভাবে E-Kyc করবেন?

5. E-Kyc না করলে কি হবে?


1. E-sharm Card কি?

প্রধানমন্ত্রী তরফ থেকে শ্রমিকদের জন্য নতুন Card Launch করা হয়েছে যেটির নাম হচ্ছে E-sharm Card | এই কার্ডের মাধ্যমে শ্রমিকরা বিভিন্ন রকম ইন্সুরেন্স এবং ভাতা টাকা পাবে ।


 


2. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

• Aadhaar Card

• Nominee Aadhaar Card

• Bank Account

• Mobile no

• Email ID

3. কাদের কাদের E-Kyc করতে হবে?

যারা যারা শ্রমিক তাদেরকে সবাইকে কিন্তু E-sharm Card করে E-Kyc করতে হবে। আপনি যদি একজন শ্রমিক হয়ে থাকেন তাহলে sharm Card -এ অবশ্যই E-Kyc করতে হবে | না হলে কিন্তু আপনার E-sharm Card বাতিল হয়ে যাবে এবং সঙ্গে আপনি sharm Card -এ যে ভাতা টাকা দেওয়া হবে সেটাও আপনি পাবেন না । সেজন্য যারা যারা শ্রমিক তাদেরকে sharm Card – এ অবশ্যই E-Kyc করতে হবে |


 


4. কিভাবে E-Kyc করবেন?

• প্রথমে এই Official Website Visit করবেন – https://eshram.gov.in/

• তারপর Already Register? Update বাটনে ক্লিক করবেন |

• তারপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যেই নাম্বার দিয়ে আপনি sharm Card আবেদন করেছিলেন |

• তারপরে আপনার আধার নম্বর বসিয়ে আপনাকে ekyc করতে হবে।

• এবং আপনি যেই কাজটি করেন সেই কাজটি বসাতে হবে ।

5. E-Kyc না করলে কি হবে?

যদি কোন শ্রমিক ekyc না করেন তাহলে কিন্তু তার sharm Card বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীকালে যে ভাতা টাকা দেওয়া হবে 1000 টাকা করে সেটা সে পাবে না | সেহেতু অবশ্যই সমস্ত শ্রমিকদের E-Kyc করতে বলা হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি ekyc কমপ্লিট করে নিন ।



Important Links-


Tags: e shram card kyc update, e shram card self registration, e shram card registration online, e shram gov in login, e shram card check balance, e shram card registration online up, e shram card gov in, e shram card status check 2022, e shram card kyc online, how to check e kyc status online, how to register kyc online for epf, how to do epf kyc online, how to verify uan kyc online, how to get uan card online, how can i get kyc online, how to verify pf kyc online.


Related Article

ই-শ্রম কার্ডের ব্যালান্স কিভাবে চেক করবেন ? অনলাইনে ফোন থেকে চেক করুন

আপনাদের কাছে কি ই-শ্রম কার্ড আছে যদি থেকে থাকে তাহলে আপনি আপনার ই-শ্রম কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন? অথবা আপনি কিভাবে দেখতে পাবেন কেন্দ্র...

ই-শ্রম কার্ড থাকলে, প্রতিমাসে ৫০০/- টাকা পাবেন.. ভরণ পোষন যোজনা 2023

আপনার কাছে কি কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ড আছে? যদি না থাকে তাহলে এক্ষুনি বানিয়ে নিন, কারন এবার থেকে মাসে মাসে ৫০০ টাকা করে কেন্দ্র...

ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মমতা – 3.5 লক্ষ টাকার ছাড়

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প  আপনি যদি বেকার হয়ে থাকেন, এবং নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে...

বাংলার আবাস যোজনা 2023। নতুন ঘরের জন্য আবেদন করুন শহর ও গ্রামে ।

বাংলার আবাস যোজনা (BAY) এর মূল উদ্দেশ্য হল, দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি...

প্রধানমন্ত্রীর PM-WANI যোজনায় করুন আবেদন এবং বাড়িতে বসেই WIFI দিয়ে মাসে রোজগার করুন ২০,০০০ টাকারও বেশি।

ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবের পর, এখন ভারত সরকার ওয়াইফাই বিপ্লব আনতে চলেছে। বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর...

পশ্চিমবঙ্গের লক্ষাধিক মহিলাদের চাকরি দেবে মমতা, উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালু

বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো সম্প্রতি রাজ্য সরকার দ্বারা চালু হওয়া একটি বিশেষ প্রকল্প নিয়ে। এখন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাই নয়, এবার রাজ্যের...
- Advertisment -

Most Popular