চাকরির খবর ২৪৭ঃ কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুযায়ী ই-শ্রম কার্ডে আপনাকে নমিনির এড্রেস, মোবাইল নম্বর যুক্ত করতে হবে। নাহলে ভবিষ্যতে আপনার অবর্তমানে আপনি যাকে নমিনি করেছেন তার সমস্যা হতে পারে। আপনি বাড়িতে বসে, অনলাইনে এই কাজটি খুব সহজেই করতে পারবেন। চলুন জেনে নিই কিভাবে…..
নমিনির এড্রেস, মোবাইল নম্বর আপডেট-
১) এর জন্য আপনাকে আসতে হবে https://eshram.gov.in/ এই ওয়েবসাইটে,
২) এরপরে আপনাকে Already Registered? UPDATE এই অপশনে ক্লিক করতে হবে,
৩) তারপর ই-শ্রম কার্ড নম্বর, জন্ম-তারিখ এবং ক্যাপচা বসিয়ে লগইন করে নিতে হবে,
৪) তারপরে Update Profile এই অপশনে ক্লিক করতে হবে এবং এরপরের পেজে আপনাকে Personal Information অপশনে ক্লিক করতে হবে,
৫) এর পরবর্তী পেজে আপনি Nominee Adress, Mobile Number আপডেট করার অপশন পাবেন, এখানে আপনি তার ডিটেইলস আপডেট করে দিন ।