চাকরির খবর ২৪৭ঃ শুধু বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই হচ্ছে ‘দুয়ারে সরকার’ক্যাম্পের কাজ – এতদিন আমরা এটাই জানতাম। কিন্তু এবার থেকে এই ক্যাম্পেই চাকরি দেবে রাজ্য সরকার তাও আবার ১০ হাজার বেকার ছেলেমেয়েদের । আসলেই কি তাই? চলুন জেনে নিই…..!
দুয়ারে সরকারে কর্মসংস্থানকে অগ্রাধিকার-
মুখ্যমন্ত্রী দিন কয়েক আগে বলেছিলেন, পশ্চিমবঙ্গে সামাজিক প্রকল্পের যা কাজ হয়েছে, তা অন্য কোনও রাজ্য নেই। এবার সরকারের লক্ষ্য হল শিল্পস্থাপন এবং কর্মসংস্থান তৈরি করা। সেদিকে লক্ষ্য রেখেই এবারের দুয়ারের সরকার কর্মসূচিতে কর্মসংস্থানের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এব্যাপারের কারিগরি শিক্ষা দফতরকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। কেননা তারাই রাজ্যে যুবক-যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে। রাজ্য সরকার চায় এই প্রশিক্ষণের মাধ্যমেই কর্মসংস্থান তৈরি করতে।
আমার কর্মদিশা প্রকল্প কি?
আশা করি আপনারা উৎকর্ষ বাংলা প্রকল্পের নাম শুনেছেন, সেখানে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়দের বিনামূল্যে প্রশিক্ষন দেওয়া হয়, কিছু কোর্সের ট্রেনিং দেওয়া হয়, এবং কোর্স সম্পূর্ণ হলে তাদেরকে স্কলারশিপ এবং একটা বেসরকারি সংস্থায় চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়।
ঠিক এই ধাচেই, শুরু করা হয়েছে ‘আমার কর্মদিশা প্রকল্প’। যেখানে উৎকর্ষ বাংলা বা পশ্চিমবঙ্গ সোস্যাইটি ফর স্কিল ডেভলপমেন্ট সংস্থা প্রথমে পশ্চিমবঙ্গের ১০ হাজার বেকার ছেলেমেয়দের বিনামূল্যে প্রশিক্ষন দিয়ে স্কলারশিপ এবং বেসরকারি কোম্পানিতে চাকরি দেবে।
এখানে কোন কোন কোর্সে ট্রেনিং দেয়া হবে?
উৎকর্ষ বাংলার জনপ্রিয় কিছু কোর্স হল, GDA, দর্জি, কল সেন্টার(BPO), রিটেইল, ইলেক্ট্রিশিয়ান, AC মেকানিক । এবার ‘আমার কর্মদিশা প্রকল্পেও’ এই কোর্স গুলি থাকবে, তবে নতুন কি কি কোর্স থাকবে সেগুলো বিস্তারিত জানা যাইনি। তবে আবেদনকারি তার পছন্দ মতো কোর্সে ভর্তি হতে পারবে।
‘আমার কর্মদিশা প্রকল্পে’ ট্রেনিং নেবার পর কেমন ধরনের চাকরি দেবে?
প্রথমত এই ট্রেনিং গুলোর খরচ সরকারের সাথে টাই-আপ করা বেসরকারি কোম্পানি গুলো দেবে, এবং ট্রেনিং শেষে স্কলারশিপও তারাই দেবে। আর চাকরির কথা বলতে গেলে, আপনি 8,000 – 11/12,000 টাকার বেসিক স্যালারিতে চাকরি দেবে ।
এই প্রকল্প কতটা কার্যকর হবে পশ্চিমবঙ্গে?
যেভাবে হাইপ তুলে, বাড়িয়ে, বাড়িয়ে এই প্রকল্পের ঘোষনা করা হচ্ছে, আদৌ বাস্তবে কিন্তু এর থেকে উপকার খুব বেশি হবে না। কারন ইতিমধ্যে সেম কনসেপ্টের কোর্স গুলি রয়েছে, যেমন রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা, কেন্দ্রের প্রধানমন্ত্রী কৌশল্য যোজনা(PMKVY), DDUGKY যেগুলো অতটা সফল নয়।
কারন এই সব কোর্স শেষে আপনাকে সেই বেসরকারি কোম্পানিতেই কাজ দেবে, সরকারি চাকরি দেবে না। আপনাকে করতে হবে সেই খুচরো বিক্রিবাটা, ফ্রন্ট অফিসের কাজ, শেফ, তথ্য-প্রযুক্তি, বিদ্যুতের কাজ ।
কাজের লোকেশন-
আপনাকে যে বেসরকারি কোম্পানিতে চাকরি দেবে, তা সবগুলিই কলকাতায় । আর মাইনে থাকবে ৯/১০ হাজার টাকা।
এবার ভাবুন, একটা গ্রাম্য এলাকার ছেলে বা মেয়ে কলকাতায় ঘর ভাড়া দিয়ে থেকে, খেয়ে, ইলেক্ট্রিক বিল দিয়ে, তার মাস শেষে সেভিংস কত হবে?
আবেদন পদ্ধতি-
এই প্রকল্পে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এদের ওয়েবসাইট বা APP এর মাধ্যমে । নীচের ভিডিওতে দেখে নিন কিভাবে STEP BY STEP আবেদন করবেনঃ-
Important Links:-
Official Website: ClickHere
Apply Link: ClickHere
Latest Job: ClickHere