চাকরির খবর ২৪৭ঃ আপনার আধার কার্ডের সাথে কি ফোন নম্বর লিঙ্ক নেই? লিঙ্ক করতে চাইছেন কিন্ত সময় পাচ্ছেন না? আর কোন চিন্তার কারন নেই। আপনি বাড়িতে বসে এখন এই কাজটি করতে পারবেন । ইন্ডিয়ান পোষ্টের স্টাফ আপনার বাড়িতে এসে এই কাজটি করে দিয়ে যাবে । তার জন্য আপনাকে অনলাইনে একটা সার্ভিস রিকোয়েস্ট করতে হবে । গ্রাম এলাকা বা শহর এলাকা, সবাই এখন এই কাজটি করতে পারবেন । তো চলুন জেনে নিই কিভাবে?
আধার কার্ডের সাথে ফোন নম্বর/ইমেল লিঙ্ক করার জন্য সার্ভিস রিকোয়েস্ট কিভাবে করবেন?
১) এর জন্য আপনাকে আসতে হবে ইন্ডিয়ান পোষ্টের https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx এই ওয়েবসাইটে,
২) এই ওয়েবসাইটে আসার পর ‘Service Request!’ এর একটি ফর্ম দেখতে পাবেন, আপনাকে এই ফর্ম-টি ফিলাপ করতে হবে । আপনার নাম, ঠিকানা, পিন কোড, ইমেল, মোবাইল নম্বর দিয়ে, এর পরে শেষের দুটি অপশন সবথেকে গুরুত্বপূর্ণ ।
‘Select Service’ অপশনে অনেকগুলি অপশন দেখতে পাবেন তার মধ্যে আপনাকে ‘IPPB-Adhaar Services’ অপশনটি বেছে নিতে হবে ।
৩) এর পরবর্তী ‘Select’ অপশনে আপনাকে বেছে নিতে হবে ‘UIDAI – Mobile/E-Mail to Adhaar linking/update’ এই অপশনটি, আপনার আধার কার্ডের সাথে ফোন/ইমেল লিঙ্ক করার জন্য । ফর্মটি সম্পূরণ ফিলাপ করার পরে আপনাকে ‘Request OTP’ অপশনে ক্লিক করতে হবে ।
৪) এরপরে আপনার ফোন নম্বরে একটি OTP যাবে, OTP বসিয়ে ‘Confirm Service Request’ অপশনে ক্লিক করার পর, আপনার সার্ভিস টি বুক হয়ে যাবে, এবং আপনাকে একটি রেফারন্স নম্বর দেবে, আপনি রেফারেন্স নম্বর-টি রেখে দেবেন ।
৫) এরপরে ইন্ডিয়ান পোষ্ট অফিস থেকে একজন স্টাফ আপনার বাড়িতে এসে আপনার আধার কার্ডের সাথে ফোন নম্বর/ইমেল লিঙ্ক করে দেবে ।
আপনি চাইলে আপনার সার্ভিস রিকোয়েস্ট টি ট্রাক করতে পারেনঃ
১) এর জন্য https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx এই ওয়েবসাইটে আসতে হবে,
২) এর পরে একদম উপরে দেখতে পাবেন ‘Click to Track your Request’ এই অপশনটি,
৩) এই অপশনে ক্লিক করার পর, আপনার ফোন নম্বর অথবা রেফারেন্স নম্বর দিয়ে, দেখে নিন আপনার সার্ভিস রিকোয়েস্ট টি কি অবস্থায় আছে ।
যদি ‘Pending’ থাকে তাহলে কিছুক্ষনের মধ্যে ভেরিফাই হয় যাবে । একবার ভেরিফাই হয়ে গেলে, ইন্ডিয়ান পোষ্ট অফিস থেকে একজন স্টাফ আপনার বাড়িতে এসে আপনার আধার কার্ডের সাথে ফোন নম্বর/ইমেল লিঙ্ক করে দেবে ।
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: link mobile number to aadhar card online at homeuidai, how to link aadhaar with mobile number by sms, aadhar card mobile number update form, aadhar card link with mobile number change, how many aadhar card link with mobile number, aadhar card link with mobile number charges ।