Friday, June 2, 2023

আধার কার্ড ও মোবাইল/ইমেল লিঙ্ক করুন বাড়িতে বসে 2022 ।। Adhaar Card & Mobile/EMail Link at Home 2022

 চাকরির খবর ২৪৭ঃ  আপনার আধার কার্ডের সাথে কি ফোন নম্বর লিঙ্ক নেই? লিঙ্ক করতে চাইছেন কিন্ত সময় পাচ্ছেন না? আর কোন চিন্তার কারন নেই। আপনি বাড়িতে বসে এখন এই কাজটি করতে পারবেন । ইন্ডিয়ান পোষ্টের স্টাফ আপনার বাড়িতে এসে এই কাজটি করে দিয়ে যাবে । তার জন্য আপনাকে অনলাইনে একটা সার্ভিস রিকোয়েস্ট করতে হবে । গ্রাম এলাকা বা শহর এলাকা, সবাই এখন এই কাজটি করতে পারবেন । তো চলুন জেনে নিই কিভাবে?




আধার কার্ডের সাথে ফোন নম্বর/ইমেল লিঙ্ক করার জন্য সার্ভিস রিকোয়েস্ট কিভাবে করবেন?

১) এর জন্য আপনাকে আসতে হবে ইন্ডিয়ান পোষ্টের https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx এই ওয়েবসাইটে,


২) এই ওয়েবসাইটে আসার পর ‘Service Request!’ এর একটি ফর্ম দেখতে পাবেন, আপনাকে এই ফর্ম-টি ফিলাপ করতে হবে । আপনার নাম, ঠিকানা, পিন কোড, ইমেল, মোবাইল নম্বর দিয়ে, এর পরে শেষের দুটি অপশন সবথেকে গুরুত্বপূর্ণ । 

‘Select Service’ অপশনে অনেকগুলি অপশন দেখতে পাবেন তার মধ্যে আপনাকে ‘IPPB-Adhaar Services’ অপশনটি বেছে নিতে হবে ।



৩) এর পরবর্তী ‘Select’ অপশনে আপনাকে বেছে নিতে হবে ‘UIDAI – Mobile/E-Mail to Adhaar linking/update’ এই অপশনটি, আপনার আধার কার্ডের সাথে ফোন/ইমেল লিঙ্ক করার জন্য । ফর্মটি সম্পূরণ ফিলাপ করার পরে আপনাকে ‘Request OTP’ অপশনে ক্লিক করতে হবে । 



৪) এরপরে আপনার ফোন নম্বরে একটি OTP যাবে, OTP বসিয়ে ‘Confirm Service Request’ অপশনে ক্লিক করার পর, আপনার সার্ভিস টি বুক হয়ে যাবে, এবং আপনাকে একটি রেফারন্স নম্বর দেবে, আপনি রেফারেন্স নম্বর-টি রেখে দেবেন ।


৫) এরপরে ইন্ডিয়ান পোষ্ট অফিস থেকে একজন স্টাফ আপনার বাড়িতে এসে আপনার আধার কার্ডের সাথে ফোন নম্বর/ইমেল লিঙ্ক করে দেবে ।



আপনি চাইলে আপনার সার্ভিস রিকোয়েস্ট টি ট্রাক করতে পারেনঃ

১) এর জন্য  https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx এই ওয়েবসাইটে আসতে হবে,


২) এর পরে একদম উপরে দেখতে পাবেন ‘Click to Track your Request’ এই অপশনটি,


৩) এই অপশনে ক্লিক করার পর, আপনার ফোন নম্বর অথবা রেফারেন্স নম্বর দিয়ে, দেখে নিন আপনার সার্ভিস রিকোয়েস্ট টি কি অবস্থায় আছে । 




যদি ‘Pending’ থাকে তাহলে কিছুক্ষনের মধ্যে ভেরিফাই হয় যাবে । একবার ভেরিফাই হয়ে গেলে, ইন্ডিয়ান পোষ্ট অফিস থেকে একজন স্টাফ আপনার বাড়িতে এসে আপনার আধার কার্ডের সাথে ফোন নম্বর/ইমেল লিঙ্ক করে দেবে ।



বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।


Tags: link mobile number to aadhar card online at homeuidai, how to link aadhaar with mobile number by sms, aadhar card mobile number update form, aadhar card link with mobile number change, how many aadhar card link with mobile number, aadhar card link with mobile number charges ।             

Related Article

ই-শ্রম কার্ডের ব্যালান্স কিভাবে চেক করবেন ? অনলাইনে ফোন থেকে চেক করুন

আপনাদের কাছে কি ই-শ্রম কার্ড আছে যদি থেকে থাকে তাহলে আপনি আপনার ই-শ্রম কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন? অথবা আপনি কিভাবে দেখতে পাবেন কেন্দ্র...

ই-শ্রম কার্ড থাকলে, প্রতিমাসে ৫০০/- টাকা পাবেন.. ভরণ পোষন যোজনা 2023

আপনার কাছে কি কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ড আছে? যদি না থাকে তাহলে এক্ষুনি বানিয়ে নিন, কারন এবার থেকে মাসে মাসে ৫০০ টাকা করে কেন্দ্র...

ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মমতা – 3.5 লক্ষ টাকার ছাড়

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প  আপনি যদি বেকার হয়ে থাকেন, এবং নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে...

বাংলার আবাস যোজনা 2023। নতুন ঘরের জন্য আবেদন করুন শহর ও গ্রামে ।

বাংলার আবাস যোজনা (BAY) এর মূল উদ্দেশ্য হল, দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি...

প্রধানমন্ত্রীর PM-WANI যোজনায় করুন আবেদন এবং বাড়িতে বসেই WIFI দিয়ে মাসে রোজগার করুন ২০,০০০ টাকারও বেশি।

ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবের পর, এখন ভারত সরকার ওয়াইফাই বিপ্লব আনতে চলেছে। বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর...

পশ্চিমবঙ্গের লক্ষাধিক মহিলাদের চাকরি দেবে মমতা, উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালু

বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো সম্প্রতি রাজ্য সরকার দ্বারা চালু হওয়া একটি বিশেষ প্রকল্প নিয়ে। এখন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাই নয়, এবার রাজ্যের...
- Advertisment -

Most Popular