চাকরির খবর ২৪৭ঃ আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা এখন বাধ্যতামূলক হয়ে দাড়িয়েছে। কিন্তু আধার সেন্টারে লম্বা লাইনে মোবাইল নম্বর লিঙ্ক করা অতি কষ্টকর বিষয়। কিন্তু ইন্ডিয়ান পোষ্ট অফিস আপনাদের বাড়ীতে বসে আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করার সুযোগ করে দিচ্ছে। এর জন্য আপনাকে শুধু ইন্ডিয়ান পোষ্টের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Service Request করতে হবে এবং পোষ্ট অফিসের স্টাফ আপনার বাড়িতে এসে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে দিয়ে যাবে।
কিভাবে Service Request করবেন?
১) এর জন্য আপনাকে আসতে হবে https://www.ippbonline.com/ এই ওয়েবসাইটে,
২) এরপরে আপনাকে Service Request অপশনে ক্লিক করবেন, তাহলে 2টি অপশন ওপেন হবে,
i) IPPB Customer (যদি আপনার ইন্ডিয়ান পোষ্ট পেমেন্ট ব্যাঙ্কের একাউন্ট থাকে তাহলে এখানে ক্লিক করবেন)
ii) Non-IPPB Customer (যদি আপনার ইন্ডিয়ান পোষ্ট পেমেন্ট ব্যাঙ্কের একাউন্ট না থাকে তাহলে এখানে ক্লিক করবেন)
৩) আমরা Non-IPPB Customer এই অপশন টি বেছে নেওয়ার পরে SERVICE REQUEST FORM – DOORSTEP BANKING এই অপশন টিতে ক্লিক করব,
৪) এরপর একটা ফর্ম ওপেন হবে, এই ফর্মে AADHAAR – MOBILE UPDATE অপশনে টিক মার্ক করে আপনার নাম, এড্রেস দিয়ে Service Request বুক করবেন।
এরপরে আপনার বাড়িতে পোষ্ট অফিস থেকে স্টাফ এসে, আপনার আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক করে দিয়ে যাবে ।
যদি কোন হেল্প দরকার হয়, তাহলে ইন্ডিয়ান পোষ্টের হেল্প লাইন নম্বরে 155299 কল করে নেবেন ।
কত টাকা খরচ হবে?
যদিও এখানে কোন টাকার কথা উল্লেখ নেই, তবে ৫০টাকা চার্জ হিসেবে দিতে পরে পোষ্ট অফিসের স্টাফকে।