চাকরির খবর ২৪৭ঃ নতুন আধার কার্ড বানানো, আধার কার্ডে আঙুলের ছাপ(বায়োমেট্রিক), আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক – এই সমস্ত কাজ করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর । ইন্ডিয়ান পোষ্ট ফ্রিতে রিটেলার ID দিচ্ছে, যার সাহায্যে আপনি এই সমস্ত কাজ করতে পারবেন । এই রিটেলার ID নেবার জন্য প্রথমে অনলাইনে একটি ফর্ম ফিলাপ করতে হবে । তার মাধ্যমে আপনি লগ-ইন ID/পাসওয়ার্ড পেয়ে যাবেন । এই ID/পাসওয়ার্ড দিয়ে ইন্ডিয়ান পোষ্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত কাজ করতে পারবেন । চলুন দেখে নিই কিভাবে ফর্ম ফিলাপ করবেন?
রিটেলার ID নেবার অনলাইন ফর্ম ফিলাপ পদ্ধতিঃ
১) এর জন্য সর্বপ্রথম আপনাকে ইন্ডিয়ান পোষ্টের https://www.indiapost.gov.in/ অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে,
২) এরপরে আপনাকে এখানে রিটেলার ID বানানোর জন্য, ওয়েবসাইটের উপরের বামদিকে Register অপশনে ক্লিক করতে হবে, Register অপশনের আরও ২টি অপশনের মধ্যে থেকে Retail এই অপশনটি তে ক্লিক করতে হবে ।
৩) পরবর্তী পেজে একটি ফর্ম ওপেন হবে, এই ফর্মটি আপনাকে ফিলাপ করতে হবে, আপনি আপনার ইচ্ছা মত একটি User Id বেছে নেবেন, যেটা পরবর্তীতে লগ-ইন করার সময় কাজে লাগবে,
৪) এর পরের ধাপে আপনার ইমেলে একটি ভেরিফিকেশন মেল এবং পাসওয়ার্ড যাবে, সেখানে একটা লিঙ্ক দেখতে পাবেন, লিঙ্কে ক্লিক করে একাউন্ট ভেরিফাই করে নেবেন, ভেরিফাই করে নিলে আপনার একাউন্ট সাক্সেসফুল ভাবে খোলা হয়ে যাবে , এর পরে আপনি লগ-ইন করে বাকি কাজ করতে পারবেন ।
রিটেলার ID দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন?
এই ID দিয়ে আপনি আধার কার্ডের সমস্ত ধরনের কাজ করতে পারবেন। যেমনঃ
১) নতুন আধার কার্ড বানানো,
২) আধার কার্ডের তথ্য আপডেট,
- Name,
- Email ID,
- Mobile Number,
- Address,
- Date of Birth,
- Biometric Updations,
- facial image,
- 10 finger prints and
- Iris .
বিদ্রঃ আমাদের এই পেজ থেকে ভিডিও বানালে, পেজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিতে হবে। পেজের কোন তথ্য কপি/পেস্ট করে চালানো যাবে না। এর অন্যথা হলে, কপিরাইট এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। নিজে ক্রিয়েটর হয়ে, ক্রিয়েটর কে সন্মান করুন, সন্মাম নিন।
Tags: Adhaar Card Retail Id Apply Online In West Bengal, Adhaar Card Retail Id Apply Online, adhaar card retail id apply online near west bengaladhaar card retail id apply online near kolkata west bengal, uidai, uidai registration, online aadhaar services login, aadhar card link with mobile number, aadhaar pvc card apply, resident uidai gov in.