চাকরির খবর ২৪৭ঃ নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলছি আপনি কি করে অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কি করে আধার কার্ড লিঙ্ক করবেন | বর্তমানে আপনার কোন ব্যাংকের সঙ্গে Aadhaar Link আছে সেটা কি করে চেক করবেন এবং যেই Bank Account Link আছে সেটা কি করে আপনি চেঞ্জ করতে পারবেন সেটাই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো।
আজকে যে টপিক গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো:-
1. আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক কোন লিংক আছে কিভাবে চেক করবেন?
2. Bank Account পরিবর্তন করতে চাইলে কি করবেন?
3. কত দিনের মধ্যে Bank Account চেঞ্জ হয়ে যাবে?
1. আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক কোন লিংক আছে কিভাবে চেক করবেন?
• প্রথমে আধার কার্ডের অফিসের ওয়েবসাইটে ভিজিট করবেন –https://uidai.gov.in
• এখানে চলে আসার পর Chack Aadhaar/Bank Linking Status অপশনে ক্লিক করবেন
• এরপর আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন |
• তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে OTP যাবে সেটা বসিয়ে সাবমিট করবেন ।
• এরপর আপনার সামনে আধার কার্ডের সঙ্গে কোন Bank Account Link আছে আপনার সামনের Show হয়ে যাবে |
2. Bank Account পরিবর্তন করতে চাইলে কি করবেন?
• বর্তমানে আধার কার্ডের সঙ্গে যেই Bank Account Link আছে সেটা যদি পরিবর্তন করতে চান তাহলে যেই নতুন ব্যাংক লিঙ্ক করতে চান সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন |
• অথবা Google এ সার্চ করবেন (Bank Name ) NPCI Link
• সার্চ করার সঙ্গে সঙ্গে ব্যাংকের আধার লিংক এর অপশন Open হয়ে যাবে |
• কতগুলি Online-এ আধার লিঙ্ক করার জন্য ব্যাংকের নাম :-
- Panjab Natinal Bank NPCI Server – Click Here
- Bank Of Boroda NPCI Server – Click Here
- Indian Bank NPCI Server – Click Here
উপরে দেওয়া তিনটি ব্যাংক একাউন্ট ছাড়া আর যত ব্যাংক আছে সবগুলি অনলাইনে লিঙ্ক করতে পারবেন না সেগুলি অফলাইনে লিঙ্ক করতে হবে |
- সেই জন্য এই PDF প্রথমে ডাউনলোড করবেন – Click Here
- SBI KYC From – Download
এই PDF দেওয়া অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে যেই ব্যাংকটি লিঙ্ক করতে চান সেই ব্যাংকে গিয়ে এই ফর্মটা জমা করে দিয়ে আসতে হবে এবং সঙ্গে আধার কার্ডের জেরক্স Attached করে জমা করে আসলেই 7 থেকে 15 দিনের মধ্যে আধার কার্ডের সঙ্গে এই নতুন Bank Account Link হয়ে যাবে |
3. কত দিনের মধ্যে Bank Account চেঞ্জ হয়ে যাবে?
Important Links-
Tags: aadhar card link bank account sbi, aadhaar bank link status, link aadhaar number with sbi bank account online, how to link aadhaar with bank account by sms,aadhar card link bank account application, aadhar card link to bank account form pdf, sbi online aadhaar link by sms, check your aadhaar and bank account linking status in npci mapper.