চাকরির খবর ২৪৭ঃ Caste Certificate হলো জাতিগত শংসাপত্র। কোনো ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত কি না তা প্রামান করে এই কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট তিন ধরনের SC, ST & OBC। তবে OBC Certificate এর মধ্যে ২ টো ভাগ আছে OBC-A & OBC-B।
জাতিগত শংসাপত্র অন্যান্য ডকুমেন্টস এর মতো এটি বিভিন্ন স্কলারশিপ ও চাকরি ক্ষেত্রে অনেক কাজে আছে। জাতিগত শংসাপত্র আবেদন করতে হয় অনলাইনে। অনলাইনে আবেদন করার পর নিকটবর্তী B.D.O/S.D.O অফিসে জমা করতে হয়।
Caste Certificate Online Apply West Bengal:–
১) প্রথমে আপনাকে Caste Certificate এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো…
২) এরপর Apply For SC/ST/OBC লিংকে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে যার সার্টিফিকেট আবেদন করতে চাচ্ছেন তার নাম,ঠিকানা, বাবার নাম, বয়স, আধার কার্ড/রেশন কার্ড/ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিন, বংশের কারো সার্টিফিকেট থাকলে তাদের সার্টিফিকেট নাম্বার ও সম্পর্ক উল্লেখ করে এগিয়ে যান।
৪) পরবর্তী পেজে ডকুমেন্টস নাম্বার বসিয়ে দিয়ে ও ফটো আপলোড করে ফাইনাল সাবমিট করতেই হয়ে যাবে। এরপর Application Recip Copy প্রিন্ট করে ডকুমেন্টস সহকারে জমা করলেই হয়ে যাবে।
Caste Certificate Status Check Online:-
১) প্রথমে আপনাকে জাতিগত শংসাপত্র এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর আপনাকে Application Status এ ক্লিক করতে হবে।
৩) এরপর Application Number বসিয়ে দিয়ে চেক করে নিন। আপনার কাস্ট সার্টিফিকেট নম্বার বের হয়েছে কিনা।
৪) নাম্বার চলে আসলে নিকটবর্তী B.D.O/S.D.O অফিস থেকে সাটিফিকেট সংগ্রহ করুন।
কাস্ট সার্টিফিকেট ডাউনলোড কিভাবে করবেন?
প্রথমে আপনাকে https://castcertificatewb.gov.in/ এই ওয়েবসাইটে আসতে হবে, এরপর সবার নীচের Download Certificate অপশনটিতে ক্লিক করতে হবে,
২) এরপরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে, এখানে আপনার Application No/Certificate No, Name, Date Of Birth বসিয়ে Download Certificate অপশনে ক্লিক করলেই আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে।
এই সার্টিফিকেটটি অরিজিনালটির মতই ভ্যালুয়েবল। এবং ডিজিটালি সাইন করা।
Important links:
- Certificate Download:- Click Here
- Website: Click Here
Tags: caste certificate download,sc certificate download,st certificate download,obc certificate download,caste certificate download west bengal,sc certificate download online west bengal,obc certificate download online west bengal,st certificate download online west bengal,caste certificate form fill up online.