Wednesday, May 31, 2023

অনলাইনে SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করুন 2022-23.. Caste Certificate Download Online 2023..

 চাকরির খবর ২৪৭ঃ Caste Certificate হলো জাতিগত শংসাপত্র। কোনো ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত কি না তা প্রামান করে এই কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট তিন ধরনের SC, ST & OBC। তবে OBC Certificate এর মধ্যে ২ টো ভাগ আছে OBC-A & OBC-B।



জাতিগত শংসাপত্র অন্যান্য ডকুমেন্টস এর মতো এটি বিভিন্ন স্কলারশিপ ও চাকরি ক্ষেত্রে অনেক কাজে আছে। জাতিগত শংসাপত্র আবেদন করতে হয় অনলাইনে। অনলাইনে আবেদন করার পর নিকটবর্তী B.D.O/S.D.O অফিসে জমা করতে হয়।


Caste Certificate Online Apply West Bengal:–

১) প্রথমে আপনাকে Caste Certificate এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো…

২) এরপর Apply For SC/ST/OBC লিংকে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে যার সার্টিফিকেট আবেদন করতে চাচ্ছেন তার নাম,ঠিকানা, বাবার নাম, বয়স, আধার কার্ড/রেশন কার্ড/ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিন, বংশের কারো সার্টিফিকেট থাকলে তাদের সার্টিফিকেট নাম্বার ও সম্পর্ক উল্লেখ করে এগিয়ে যান।

৪) পরবর্তী পেজে ডকুমেন্টস নাম্বার বসিয়ে দিয়ে ও ফটো আপলোড করে ফাইনাল সাবমিট করতেই হয়ে যাবে। এরপর Application Recip Copy প্রিন্ট করে ডকুমেন্টস সহকারে জমা করলেই হয়ে যাবে।


Caste Certificate Status Check Online:-

১) প্রথমে আপনাকে জাতিগত শংসাপত্র এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর আপনাকে Application Status এ ক্লিক করতে হবে।

৩) এরপর Application Number বসিয়ে দিয়ে চেক করে নিন। আপনার কাস্ট সার্টিফিকেট নম্বার বের হয়েছে কিনা।

৪) নাম্বার চলে আসলে নিকটবর্তী B.D.O/S.D.O অফিস থেকে সাটিফিকেট সংগ্রহ করুন।


কাস্ট সার্টিফিকেট ডাউনলোড কিভাবে করবেন?

প্রথমে আপনাকে https://castcertificatewb.gov.in/  এই ওয়েবসাইটে আসতে হবে, এরপর সবার নীচের Download Certificate অপশনটিতে ক্লিক করতে হবে,

২) এরপরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে, এখানে আপনার Application No/Certificate No, Name, Date Of Birth বসিয়ে Download Certificate অপশনে ক্লিক করলেই আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে।

এই সার্টিফিকেটটি অরিজিনালটির মতই ভ্যালুয়েবল। এবং ডিজিটালি সাইন করা।


Important links:


Tags: caste certificate download,sc certificate download,st certificate download,obc certificate download,caste certificate download west bengal,sc certificate download online west bengal,obc certificate download online west bengal,st certificate download online west bengal,caste certificate form fill up online.

Related Article

রাজ্যের প্রতিটি ব্লকে 35 হাজার চাকরি, চালু হবে ‘জীবন হাব’, প্রকল্প 2022। Jiban Hub Prakalpo 2022 ।

 চাকরির খবর ২৪৭ঃ প্রধান লক্ষ্য গ্রামীণ এলাকার মানুষের স্বনির্ভরতা। পাশাপাশি, টেলি মেডিসিনের মাধ্যমে গ্রামে বসেই কলকাতা, দিল্লি, চেন্নাইয়ের চিকিৎসকদের দেখানোর সুযোগ, বাড়িতে ৩৪ রকমের পরীক্ষা সহ উন্নত...

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প 2022 | ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মমতা’, 3.5 লক্ষ টাকার ছাড়

 চাকরির খবর ২৪৭ঃ  আপনি যদি বেকার হয়ে থাকেন, এবং নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে বিনামূল্যে ১০ থেকে...

বাংলার আবাস যোজনা ২০২২-২৩ । নতুন ঘরের জন্য আবেদন করুন শহর ও গ্রামে । কি কি ডকুমেন্ট লাগবে? কোথায় জমা দেবেন?

বাংলার আবাস যোজনা (BAY) এর মূল উদ্দেশ্য হল, দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন...

প্রধানমন্ত্রীর PM-WANI যোজনায় করুন আবেদন এবং বাড়িতে বসেই WIFI দিয়ে মাসে রোজগার করুন ২০,০০০ টাকারও বেশি।

ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবের পর, এখন ভারত সরকার ওয়াইফাই বিপ্লব আনতে চলেছে। বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর...

পশ্চিমবঙ্গের লক্ষাধিক মহিলাদের চাকরি দেবে মমতা, উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালু

বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো সম্প্রতি রাজ্য সরকার দ্বারা চালু হওয়া একটি বিশেষ প্রকল্প নিয়ে। এখন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাই নয়, এবার রাজ্যের...

সুখবর! কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য নিয়ে এলো দারুন একটি প্রকল্প। দেখে নিন কিভাবে আবেদন জানাবেন।

ভারতের "আজাদি কা অমৃত মহোৎসব" -কে স্মরণীয় করে রাখতে এবছর বাজেট অধিবেশন চলাকালীন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন "মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট" নামক একটি প্রকল্পের ঘোষণা...
- Advertisment -

Most Popular